Abhishek Banerjee Vs Anurag Thakur: ডায়মন্ড হারবারে কত 'ভুয়ো ভোটার'? BJP-র অনুরাগকে কড়া জবাব দিলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার আছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। অনুরাগ দাবি করেছিলেন, অভিষেকের কেন্দ্রে ভুয়ো ভোটার রয়েছে। অনুরাগের এমন দাবির ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে বিজেপি সাংসদের বাড়ি যান অভিষেকের প্রতিনিধি। ওই প্রতিনিধি দল ‘ভুয়ো ভোটার’ তত্বের পাল্টা ‘প্রমাণ’ পৌঁছে দেন অনুরাগের কাছে। এই নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও।

Advertisement
 ডায়মন্ড হারবারে কত 'ভুয়ো ভোটার'? BJP-র অনুরাগকে কড়া জবাব দিলেন অভিষেকভুয়ো ভোটার নিয়ে অনুরাগকে জবাব অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার আছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।  অনুরাগ দাবি করেছিলেন, অভিষেকের কেন্দ্রে ভুয়ো ভোটার রয়েছে। অনুরাগের এমন দাবির ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে বিজেপি সাংসদের বাড়ি যান অভিষেকের প্রতিনিধি। ওই প্রতিনিধি দল ‘ভুয়ো ভোটার’ তত্বের পাল্টা ‘প্রমাণ’ পৌঁছে দেন অনুরাগের কাছে। এই নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনুরাগ ঠাকুরকে উত্তর আমরা দিয়েছি। ৪১ জনের ভিডিও করে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, অনুরাগ ঠাকুর বাংলাকে চেনেন না, একটা ঠিকানায় ৪৫ জন ভোটারের কথা বলছেন , ৪১ জন ভোটারের ভিডিও করে পেনড্রাইভে পাঠিয়ে দেওয়া হয়েছে।  বাকি ৪ জনের হিসাব দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী ১ জন মৃত,১ জন কলকাতায়, ৩ জন বিবাহসূত্রে অন্য জায়গায়। নির্বাচন কিমশনের বিরুদ্ধে প্রশ্ন করলে বিজেপি কেন জবাব দিচ্ছে, এদিন সেই প্রশ্নও তোলেন লোকসভায় তৃণমূলের দলনেতা।

নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, কোনও সদুত্তর দেয়নি, বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। কমিশন ঠিকমতো জবাব দিতে পারেনি। মৃতদের নাম কেন তালিকায়, কমিশন জবাব দেয়নি। ভোটাধিকারের মৌলিক অধিকার কাড়তে চাইছে। 

অভিষেক বলেন, নির্বাচন কমিশন যে কথা বলছে, তর্কের খাতিরে তা সঠিক ধরে নিলেও , এই ভোটার লিস্টে  ২০২৪ নির্বাচন হয়েছিল, তাই সরকারের পদত্যাগ করা উচিত। ২০২৪ সালে যাঁদের তত্বাবধানে নির্বাচন হল তাহলে তাঁদের জেলে ঢোকানো উচিত। ভোটার লিস্ট অবৈধ হলে সরকার অবৈধ। 


 

POST A COMMENT
Advertisement