Mahua Moitra: দিল্লির সিআর পার্কে মাছের বাজারে হুমকি দিচ্ছে 'বিজেপির গুন্ডারা', চাঞ্চল্যকর দাবি মহুয়ার

দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা চিত্তরঞ্জন পার্কের বাজারে মাছ-মাংসের দোকান নিয়ে বিজেপি হুমকি দিচ্ছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ৬০ বছরে এমনটা হয়নি বলে দাবি করেছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে মহুয়া অভিযোগ করেছেন যে, এলাকায় মন্দিরের কাছে মাছের বাজার থাকার জন্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে 'বিজেপির গুন্ডারা'। পাল্টা সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, বিকৃত ভিডিয়ো তুলে ধরে এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন মহুয়া। 

Advertisement
দিল্লির সিআর পার্কে মাছের বাজারে হুমকি দিচ্ছে 'বিজেপির গুন্ডারা', চাঞ্চল্যকর দাবি মহুয়ারমহুয়া মৈত্র।
হাইলাইটস
  • চিত্তরঞ্জন পার্কের বাজারে মাছ-মাংসের দোকান নিয়ে বিজেপি হুমকি দিচ্ছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
  • গত ৬০ বছরে এমনটা হয়নি বলে দাবি করেছেন মহুয়া।
  • পাল্টা সরব হয়েছে বিজেপি।

দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকা চিত্তরঞ্জন পার্কের বাজারে মাছ-মাংসের দোকান নিয়ে বিজেপি হুমকি দিচ্ছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ৬০ বছরে এমনটা হয়নি বলে দাবি করেছেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে মহুয়া অভিযোগ করেছেন যে, এলাকায় মন্দিরের কাছে মাছের বাজার থাকার জন্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে 'বিজেপির গুন্ডারা'। পাল্টা সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, বিকৃত ভিডিয়ো তুলে ধরে এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন মহুয়া। 

মহুয়ার এহেন দাবির প্রেক্ষিতে দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এক্স হ্যান্ডলে মহুয়া একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গেরুয়া টি-শার্ট ও জিন্স পরিহিত এক যুবক বলছেন যে, সিআর পার্কে মন্দিরের কাছে মাছের বাজার ঠিক নয়। তবে এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

এর পাল্টা সরব হয়েছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, 'মন্দিরের পবিত্রতা রক্ষা করা সকলেরই উচিত। সিআর পার্কের মাছ ব্যবসায়ীরা সর্বদাই মন্দিরকে সম্মান জানান। মাছের বাজার আইনি ভাবে করা হয়েছে ওখানে। এটা এলাকার প্রয়োজনেই করা হয়েছে। মাছ ব্যবসায়ীরা এলাকায় পরিচ্ছন্নতাও  বজায় রাখেন।' এরপরেই মহুয়াকে নিশানা করে তিনি বলেছেন, 'মহুয়া মৈত্রের পোস্ট করা ভিডিয়োটি সিআর পার্কের সম্প্রীতি নষ্ট করার জন্য স্বার্থান্বেষী রাজনৈতিক স্বার্থের লোকেরা তৈরি করেছে বলে মনে হচ্ছে।' দিল্লি পুলিশকে এই ঘটনায় পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। 
 

POST A COMMENT
Advertisement