scorecardresearch
 

Mahua Moitra On PM Modi: 'কখনও বলিনি প্রধানমন্ত্রী জড়িত, ওঁকে বোকা বানিয়েছে', আদানি-কাণ্ডে মহুয়া

আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন মহুয়া। তাঁর কথায়,'আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্বচ্ছ ও অবাধ তদন্ত চাই।'

Advertisement
মহুয়া মৈত্র। ফাইল ছবি। মহুয়া মৈত্র। ফাইল ছবি।
হাইলাইটস
  • 'প্রধানমন্ত্রী জড়িত নেই।'
  • নিজের অবস্থান থেকে কি সরলেন মহুয়া?

আদানি-কাণ্ডে প্রধানমন্ত্রীর সরাসরি যোগ নেই। কার্যত একথাই বললেন তৃণমূল সাংসদ মহুয়া  মৈত্র। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে মহুয়া বলেন,'আমি কখনও বলিনি এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী জড়িত।'      

মহুয়া মৈত্রের কথায়,'আমি কখনও বলিনি প্রধানমন্ত্রী জড়িত রয়েছেন। কালকের ভাষণেও বলেছি, প্রধানমন্ত্রীকে বোকা বানানো হয়েছে।' কিন্তু সংসদে তো মহুয়া প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন? তৃণমূল সাংসদের ব্যাখ্যা,'একজন ব্যক্তি সব জায়গায় আপনার সঙ্গে যাচ্ছে, সবাই তাই ভাবছে সে আপনার ঘনিষ্ঠ। তিনি যদি আপনার ঘনিষ্ঠ না হলে বলে দিন। বলুন, ওই ব্যক্তি আপনার সঙ্গে ঘোরেনি। বলুন, ওর সঙ্গে আপনার কোনও সম্পর্ক নেই। সেবিকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলুন। আদালতের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিন। এর জবাব দেওয়া উচিত।'  

মহুয়া যোগ করেন,'উনি দরপত্র দিয়ে কিছু পেয়ে থাকলে সেটা নিয়ে কোনও প্রশ্ন ওঠার অবকাশ নেই। কিন্তু কেন ধর্মা বন্দরকে আদানির হাতে দেওয়া হল, তা-ও আবার দরপত্র ছাড়া? সংসদে আমি প্রশ্ন করেছিলাম। জবাব এসেছিল, দরপত্র ছাড়া দেওয়া হলেও বাণিজ্যিক দেনা-পাওনা নিয়ে দর কষাকষি হয়েছিল। ফলে কারও বিরুদ্ধে ব্যক্তিগত কোনও সমস্যা নেই।'

আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন মহুয়া। তাঁর কথায়,'আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্বচ্ছ ও অবাধ তদন্ত চাই। সুপ্রিম কোর্টের নজরজারিতে তদন্ত হোক। গতকাল এলআইসি-র সদর দফতরের আমাদের দল বিক্ষোভ প্রদর্শন করেছিল। আজ এসবিআই সদর দফতরের বাইরে করেছি।'     

Advertisement

আরও পড়ুন- 'যাকে বলি তৃপ্তি', সংসদে বিতর্কিত মন্তব্য নিয়ে সমর্থকের ট্যুইটে বললেন মহুয়া

Advertisement