scorecardresearch
 

Mahua Moitra: মহুয়ার বিস্ফোরক চিঠি! 'নিরাপত্তার নামে আমার উপর নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ,' ঠিক কী লিখলেন চিঠিতে?

দিল্লি পুলিশের বিরুদ্ধে মহুয়ার অভিযোগ, তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ গতিবিধির উপরে নজরদারি চালাচ্ছে। দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তবকে ও বারখাম্বা রোড পুলিশ স্টেশনে SHO-কে চিঠি লিখে মহুয়ার দাবি, তাঁর বাড়ির সামনে নিরাপত্তায় থাকা দিল্লি পুলিশ তাঁর গতিবিধির উপরে নজরদারি চালিয়ে খবর পাঠাচ্ছে। পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হোক। 

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
হাইলাইটস
  • পুলিশ গতিবিধির উপরে নজরদারি চালাচ্ছে
  • বিচারপ্রক্রিয়া নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন মহুয়া
  • পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করারও আবেদন জানিয়েছেন মহুয়া

দিল্লি পুলিশ তাঁর গতিবিধির উপরে নজরদারি চালাচ্ছে। শনিবার ট্যুইটারে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে তাঁর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করারও আবেদন জানিয়েছেন মহুয়া। প্রসঙ্গত, লোকসভায় কয়েক দিন আগে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং তাঁর বিচারপ্রক্রিয়া নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে।

দিল্লি পুলিশের বিরুদ্ধে মহুয়ার অভিযোগ, তাঁর নিরাপত্তায় থাকা পুলিশ গতিবিধির উপরে নজরদারি চালাচ্ছে। দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তবকে ও বারখাম্বা রোড পুলিশ স্টেশনে SHO-কে চিঠি লিখে মহুয়ার দাবি, তাঁর বাড়ির সামনে নিরাপত্তায় থাকা দিল্লি পুলিশ তাঁর গতিবিধির উপরে নজরদারি চালিয়ে খবর পাঠাচ্ছে। পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হোক। 

চিঠিতে মহুয়া আরও দাবি করেছেন, বারখাম্বা পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার শুক্রবার তাঁর দিল্লির বাড়িতে গিয়েছিলেন। তার ঠিক পরেই ওই দিন রাতেই ১০টা নাগাদ, বিএসএফ-এর ৩ সশস্ত্র অফিসার তাঁর বাড়িতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়। মহুয়া লিখছেন, 'এই সশস্ত্র বাহিনীর অফিসারদের রাতারাতি মোতায়েন করার ইঙ্গিত, আমার মনে হচ্ছে, আমার উপরে নজরদারি চালানোর ব্যবস্থা। এই দেশের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, ব্যক্তিগত গোপনীয়তা আমার প্রাথমিক অধিকার।' 

দিল্লি পুলিশের কমিশনকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠিতে মহুয়া লিখেছেন, 'আমি জানতে পারলাম, বারখাম্বা পুলিশ স্টেশন থেকে তিন জন সশস্ত্র অফিসার আমার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, এই ধরনের নিরাপত্তা আমার চাই না।'