বাসের অভ্যন্তর থেকে তোলা একটি ভিডিও পোস্ট করেছে AITC। TMC Delhi Protest: দিল্লির পথে ছুটছে TMC-র বাস। আর এমন সময়েই হঠাৎ রাস্তার মাঝে একটি মোটরসাইকেল। সঙ্গে পুলিশ আধিকারিকরা। বাস দাঁড় করিয়ে 'ইনস্পেকশন' করা হবে। উত্তরপ্রদেশ প্রবেশের সময়ে এমনই অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এমনটা পোস্ট করা হয়েছে।
শুধু তাই নয়, এর সঙ্গে বাসের অভ্যন্তর থেকে তোলা একটি ভিডিও পোস্ট করেছে AITC। সেখানে বাসের সামনে একটি লাল-কালো মোটরসাইকেলকে রাতের রাস্তায় দাঁড় করিয়ে রাখতে দেখা গিয়েছে। দুইজন উর্দিধারী পুলিশ আধিকারিকও ছিলেন। একজনকে মোটরসাইকেলে উঠে রাস্তা ছেড়ে দিতে দেখা গেল। তিনি সরে যেতেই আবার বাসটি এগোতে শুরু করল।
ঠিক কী লেখা হয়েছে তৃণমূলের পোস্টে?
'দিল্লি যাত্রার পথে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে প্রবেশের সময়ে একটি অজ্ঞাতপরিচয় যানে(মোটরসাইকেল) এক পুলিশ আধিকারিক আমাদের বাস দাঁড় করিয়েছেন তল্লাশির জন্য।
এভাবে বাধা দেওয়ায় সন্দেহের সৃষ্টি হচ্ছে। তবে এটি সম্পূর্ণ অপ্রত্যাশিতও ছিল না। আগেও তো বিজেপি স্পেশাল ট্রেন বাতিল করে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে।
ভুলে যাবেন না, আমরা ভয় পাব না। আমাদের অভিযানে দৃঢ়প্রতিজ্ঞ থাকব।'
সাধারণত কোনও রাজ্যে প্রবেশের সময়ে স্পর্শকাতর এলাকায় যানবাহনের তল্লাশি করা হয়। এটিও সেই ধরণের রুটিন তল্লাশি কিনা, তা জানা যায়নি। তাছাড়া তৃণমূলের ৫০টি বাসের কনভয়ে ক'টির ক্ষেত্রে তল্লাশি নেওয়া হয়েছে, তা অজ্ঞাত।
প্রসঙ্গত, আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। সেই উদ্দেশে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে ১০০ দিনের কাজের কয়েক হাজার কর্মীকে। তৃণমূলের নেতা-মন্ত্রী, সাংসদরাও উপস্থিত থাকবেন। তবে হাঁটুর চোটের কারণে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে ট্রেনের আবেদন করেছিল টিএমসি। তবে রেল সেই আর্জি প্রত্যাখান করে। তারপরেই বাসে, সড়কপথে 'দিল্লি চলো'র ডাক দেয় তৃণমূল কংগ্রেস।