scorecardresearch
 

TMC Slams Paresh Rawal: 'বাঙালিদের জন্য মাছ রাঁধবেন?' মন্তব্যে TMC-র নিশানা, ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

বাঙালিদের সম্পর্কে বেফাঁস মন্তব্য করার কারণে অভিনেতা ও বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) কড়া সমালোচনা তৃণমূলের (Trinamool Congress)। গত মঙ্গলবার গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে যান পরেশ।

Advertisement
বাঙালিদের সম্পর্কে বেফাঁস মন্তব্য পরেশ রাওয়ালের বাঙালিদের সম্পর্কে বেফাঁস মন্তব্য পরেশ রাওয়ালের
হাইলাইটস
  • মঙ্গলবার গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে যান পরেশ
  • মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষমা চান পরেশ

বাঙালিদের সম্পর্কে বেফাঁস মন্তব্য করার কারণে অভিনেতা ও বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের (Paresh Rawal) কড়া সমালোচনা তৃণমূলের (Trinamool Congress)। গত মঙ্গলবার গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে যান পরেশ। সেখানে একটি জনসভায় তিনি বলেন, 'গ্যাস সিলিন্ডারের দাম বেশি রয়েছে। তবে দাম কমবে। মানুষও কর্মসংস্থান পাবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী এবং বাংলাদেশীরা যদি দিল্লির মতো আপনার আশপাশে থাকতে শুরু করে, তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' 

পরেশ রাওয়ালের এই ভাষণের কড়া সমালোচনা করেছে তৃণমূলের আইটি শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেছেন, 'মোদীজি গ্যাস এবং এলপিজি-র মূল্যবৃদ্ধির জন্য ক্ষমতায় এসেছিলেন। পরেশ রাওয়াল কি ভুলে গিয়েছেন? গ্যাসের দাম বাড়লে তা হিন্দু-মুসলমান উভয়কেই প্রভাবিত করে। এটা লজ্জাজনক যে পরেশ যিনি 'ওহ মাই গড'-এর মতো একটা ছবি বানিয়ে বলেছেন যে তিনি ধর্মের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তিনি গুজরাতে শুধু দু'টি ভোট পাওয়ার জন্য এমন কথা বলছেন।'

দেবাংশু আরও বলেন, 'তাঁকে মনে রাখতে হবে যে বাংলাতেও তাঁর ছবি মুক্তি পায়। তিনি বলেছেন, গ্যাসের দাম কমিয়ে বাঙালির জন্য মাছ রান্না করে কী করবেন? তাই তিনি এখন বেআইনি অভিবাসীদের সঙ্গে বাঙালিদের সমান করছেন।'

ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পরেশ রাওয়াল জানিয়েছেন যে তিনি কারও অনুভূতিতে আঘাত করতে চাননি। টুইটে তিনি লেখেন, 'অবশ্যই মাছ সমস্যা নয়, কারণ গুজরাতিরা মাছ রান্না করে খায়। কিন্তু স্পষ্ট করে এটা বলতে চাই যে আমি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সম্পর্কে বলেছি। কিন্তু তবুও যদি আমি কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, তবে আমি ক্ষমাপ্রার্থী।'

 

Advertisement