ট্রাইThe Telecom Regulatory Authority of India (TRAI) গোটা দেশের ২১ লক্ষ ফোন নম্বর ব্লক করে দিল। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, স্প্যাম এবং অন্যান্য জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার জন্য এই নম্বরগুলিকে ব্লক করা হয়েছে। শুধু তাই নয়, ট্রাইয়ের পক্ষ থেকে জালিয়াতি এবং স্প্যাম রুখতে একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে সাধারণ মানুষের উদ্দেশে।
ট্রাইয়ের পক্ষ থেকে জানান হয়েছে, এই বছর এখনও পর্যন্ত ২১ লক্ষ ফোন নম্বর বন্ধ করে দিয়েছে তারা। এই নম্বরগুলি স্ক্যামাররা ব্যবহার করত। ফোন এবং মেসেজের মাধ্যমে করা হতো স্প্যাম।
তাই ইতিমধ্যেই এজেন্সির পক্ষ থেকে TRAI DND অ্যাপ ব্যবহার করে এই নম্বরগুলিকে বন্ধ করা হয়েছে। এই নম্বরগুলিকে ব্লক করা হয়েছে ব্যবহারকারীদের রিপোর্টের উপর ভিত্তি করে। তাই এজেন্সি মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি করে স্প্যাম এবং নম্বর ব্লক করার জন্য আবেদন জানাচ্ছে। তাতেই তাদের কাছে পৌঁছে যাবে সঠিক তথ্য। তারপর তারা যাচাই করার পর সেই সব নম্বরকে ব্লক করে দিতে পারবে।
সাধারণ মানুষের জারি নির্দেশিকা
দীর্ঘদিন ধরেই মোবাইলের মাধ্যমে প্রতারিত হয়ে আসছে সাধারণ মানুষ। আর সেই সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নিয়েছে ট্রাই। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, স্প্যাম মেসেজ এবং কল নিয়ে সাবধান থাকতে হবে। সেক্ষেত্রে ফোনে TRAI DND অ্যাপ নামাতে হবে। এর মাধ্যমে আপনি স্প্যাম মেসেজ এবং কলকে 'স্প্যাম' বলে দাগিয়ে দিতে পারবেন। তাতেই কাজ হবে।
অপরদিকে নিজের ফোনে এই নম্বরগুলিকে ব্লক করে খুব একটা লাভ হবে না। এটা কোনও দীর্ঘমেয়াদি সমাধান নয় বলে জানিয়েছে ট্রাই।
আর কী করবেন না?
ব্যাস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই সমস্যা মিটবে।
তবে এরপরও যদি সমস্যায় পড়েন, আপনার সঙ্গে জালিয়াতি হয়, সেক্ষেত্রে দ্রুত অভিযোগ জানান। ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরটি হল ১৯৩০। এখানে ফোন করুন। পাশাপাশি আপনি সরকারের পোর্টাল গিয়েও অভিযোগ জানাতে পারেন।