Howrah-Mumbai Mail Accident: দুর্ঘটনার জেরে হাওড়ায় বহু ট্রেন বাতিল-রুট বদল, রইল তালিকা

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, দুর্ঘটনায় দুজন মারা গিয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।  হাওড়া লাইনে এহেন দুর্ঘটনার জেরে আজ অর্থাত্‍ মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল করা হল। একই সঙ্গে রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেনের। এবারও সেই মালগাড়িকে ধাক্কা মেরেই লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই মেল।   

Advertisement
দুর্ঘটনার জেরে হাওড়ায় বহু ট্রেন বাতিল-রুট বদল, রইল তালিকাTrain Accident
হাইলাইটস
  • কোন কোন ট্রেন বাতিল করা হল?
  • আংশিক ভাবে কিছু ট্রেন বাতিল করা হয়েছে
  • হেল্পডেস্ক এর নম্বর হল, ০৩৩২৬৩৮২২১৭ এবং ৯৪৩৩৩৫৭৯২০

ভোররাতে ফের ট্রেন দুর্ঘটনা। ভোর পৌনে ৪টে নাগাদ লাইনচ্যুত হয়ে গেল হাওড়া-মুম্বই মেল। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও পর্যন্ত দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যদিও সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, দুজনের মৃত্যু ও ২০ জনের বেশি আহত। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, দুর্ঘটনায় দুজন মারা গিয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।  হাওড়া লাইনে এহেন দুর্ঘটনার জেরে আজ অর্থাত্‍ মঙ্গলবার একাধিক ট্রেন বাতিল করা হল। একই সঙ্গে রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেনের। এবারও সেই মালগাড়িকে ধাক্কা মেরেই লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই মেল।   

কোন কোন ট্রেন বাতিল করা হল?

ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। বাতিল করা হয়েছে,  

--হাওড়া-তিতলাগড়-কাঁটাবাঞ্জি এক্সপ্রেস
-- খড়গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস।
-- হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।
-- টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস।
-- শালিমার-এলটিটি এক্সপ্রেস।
-- আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস।
-- খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস।

আংশিক ভাবে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাত্‍ এই ট্রেনগুলি নির্দিষ্ট গন্তব্যের পরিবর্তে স্বল্প দূরত্বের স্টেশন পর্যন্ত যাবে। সেগুলি হল,

--আসানসোল-টাটা MEMU ট্রেন আদ্রা পর্যন্ত যাবে। 
-- বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস রৌরকেল্ল পর্যন্ত যাবে।
-- এর্নাকুলাম-টাটানগর এক্সপ্রেস আংশিক বাতিল।
-- হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে।
-- ইটওয়ারা-টাটানগর এক্সপ্রেসও আংশিক ভাবে বাতিল করা হয়েছে।

হেল্পডেস্ক এর নম্বর হল, ০৩৩২৬৩৮২২১৭ এবং ৯৪৩৩৩৫৭৯২০

এছাড়াও জানা যাচ্ছে, ডাউন  গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুর পথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে ৬ থেকে ৭ ঘণ্টা দেরিতে ঢুকবে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেক্স খোলা হয়েছে। হেল্পডেস্ক এর নম্বর হল, ০৩৩২৬৩৮২২১৭ এবং ৯৪৩৩৩৫৭৯২০।

ট্রেনটির যে ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে ১৬টি যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সংবাদ সংস্থা পিটিআই ও এএনআই জানাচ্ছে, দুর্ঘটনার জেরে দু’জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement