scorecardresearch
 

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত, নিখোঁজ একাধিক, তালিকায় বাংলার ট্রেকারও

উত্তরপ্রদেশ হয়ে হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে মৃত পাঁচ। তার মধ্যে রয়েছে পশ্চিমবাংলার একাধিক। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে তিন রাজ্যে।

Advertisement
উদ্ধারকাজ চলছে উদ্ধারকাজ চলছে
হাইলাইটস
  • উত্তরাখণ্ডে নিখোঁজ একাধিক
  • রয়েছে বাংলার পাঁচজন
  • সবাই ট্রেকিংয়ে গিয়েছিলেন

উত্তরপ্রদেশ হয়ে হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে মৃত পাঁচ। তার মধ্যে রয়েছে পশ্চিমবাংলার একাধিক। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে তিন রাজ্যে।

১১ সদস্যের দল ট্রেকিংয়ে গিয়েছিল 

গত ১১ অক্টোবর পশ্চিমবঙ্গের ৭ জন সদস্য এবং দিল্লির ১ জন ট্রেকার সদস্যকে নিয়ে আরও তিনজন স্থানীয় সদস্য সহ মোট ১১ সদস্যের একটি ট্রেকিং দলর মোরি একটি ট্রেকিং এজেন্সির মাধ্যমে হরশিল থেকে চিতকুল হিমাঞ্চলে চলে গিয়েছিল।

ছবি

গন্তব্যে পৌঁছনোর আগেই বিপর্যয়

কিন্তু দলটি নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারেনি। ট্রেকার সংস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে অবহিত করে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিমান বাহিনীর সাহায্যে হেলিকপ্টারের সাহায্যে একটি উদ্ধার অভিযান পরিচালনা করে, যেখানে দুই সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ৫ টি মৃতদেহ নামিয়ে আনা হয়েছে।

পাঁচটি মৃতদেহ ও দুজনকে সুস্থ উদ্ধার

জেলা ম্যাজিস্ট্রেট ময়ুর দীক্ষিত বলেন, এই সমস্ত ট্রেকাররা উত্তরকাশী জেলার সীমানার বাইরে হিমাচল প্রদেশের চিতকুলে পৌঁছে নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এসডিআরএফ এবং এয়ারফোর্স সহ সেনাবাহিনীর একটি যৌথ দল অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তিন দিন ধরে।বৃহস্পতিবার একজন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয় এবং অপর সদস্যকে আজ শুক্রবার উদ্ধার করা হয়।সাথে ৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্যদের খোঁজ চলছে। 

রিপোর্টার - ওঙ্কার বহুগুণা 

 

Advertisement