scorecardresearch
 

Tripura Assembly Election 2023 : ত্রিপুরায় TMC-র প্রথম প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন কেন্দ্রে?

রবিবার নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির (TMC)। প্রথম দফায় মোট ২২টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফার প্রার্থী তালিকায় কোন কোন আসনের জন্য কাদের নাম ঘোষণা করল তৃণমূল। 

Advertisement
প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের
হাইলাইটস
  • সামনেই ত্রিপুরার ভোট
  • প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের
  • প্রথম দফায় ২২ জনের নাম ঘোষণা

আগামী মাসে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023)। তার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সবপক্ষ। শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণা। উত্তরপূর্বের এই রাজ্যের নির্বাচনে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেসও (TMC)। রবিবার নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির (TMC)। প্রথম দফায় মোট ২২টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফার প্রার্থী তালিকায় কোন কোন আসনের জন্য কাদের নাম ঘোষণা করল তৃণমূল। 

 

প্রার্থী            কেন্দ্র
বামুটিয়া        নীহার রঞ্জন সরকার
রামনগর        পূজন বিশ্বাস
মজলিশপুর    নির্মল মজুমদার
কমলাসাগর    সুতপা ঘোষ
বিশালগড়       হারাধন দেবনাথ
বক্সানগর         জয়দাল হোসেন
সোনামুড়া        নীল কমল সাহা
ধনপুর             হাবিল মিঞা
তেলিয়ামুড়া      রবি চৌধুরী
শান্তিরবাজার    নরেন্দ্র রেয়াং
জোলাইবাড়ি     কাং জারি মগ
অমরপুর          বিপ্লব সাহা
করবুক            মিলটন চাকমা
কমলপুর         সুমন দে
সুরমা              অর্জুন নমশূদ্র
আমবাসা         চন্দন মগ
ছামানু             রূপায়ণ চাকমা
চণ্ডীপুর           বিদ্যুৎ বিকাশ সিনহা
কৈলাশহর        আবদুল মাতিন
কদমতলা কুর্তি  আবদুল হাসেম
বাগবাসা           বিমল নাথ
পেচারথল         পূর্ণিতা চাকমা

প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি হতে চলেছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023)। ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। মোট ৬০ আসনে হবে নির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণার কাজ শুরু করেছে বিজেপিও (BJP)। এখনও পর্যন্ত ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ত্রিপুরার শাসক দল। ৪৮ জনের মধ্য ১১ জন মহিলা প্রার্থী। অন্যদিকে কংগ্রেসও (Congress) ১৭ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে উত্তর পূর্বের (North East) মেঘালয় (Meghalaya Assembly Election 2023) এবং নাগাল্যান্ডেও (Nagaland Assembly Election 2023) হতে চলেছে নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে ওই দুই রাজ্যে। ফল ঘোষণা ২ মার্চ। এছাড়া ২৭ ফেব্রুয়ারি বাংলা দেশের বেশ কয়েকটি রাজ্যে হতে চলেছে উপনির্বাচনও। 

আরও পড়ুন - ভ্যালেন্টাইনস ডে-র পরই মীনে প্রবেশ শুক্রের, ৬ রাশির কর্ম-দাম্পত্যে আসবে সৌভাগ্য

 

Advertisement