'গণতন্ত্র নেই ত্রিপুরায়', পুরভোটের আগে বিস্ফোরক BJP-র সুদীপ

আগরতলা-সহ ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন ২৫ নভেম্বর। ঠিক তার আগে নিজের দলের বিধায়কের আক্রমণের মুখে পড়ল ত্রিপুরার BJP পরিচালিত সরকার। মঙ্গলবার প্রকাশ্যে দলের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব হলেন সুদীপ রায় বর্মণ।

Advertisement
'গণতন্ত্র নেই ত্রিপুরায়', পুরভোটের আগে বিস্ফোরক BJP-র সুদীপ সুদীপ রায় বর্মণ
হাইলাইটস
  • আগরতলা-সহ ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন ২৫ নভেম্বর
  • ঠিক তার আগে বিস্ফোরক সেই রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মণ
  • নিজের দলেরই সমালোচনা করলেন তিনি

আগরতলা-সহ ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন ২৫ নভেম্বর। ঠিক তার আগে নিজের দলের বিধায়কের আক্রমণের মুখে পড়ল ত্রিপুরার BJP পরিচালিত সরকার।  মঙ্গলবার প্রকাশ্যে দলের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব হলেন সুদীপ রায় বর্মণ। বললেন, সিপিএম-এর গুন্ডারা বিজেপিতে ঢুকেছে। সেই কারণে এত হিংসা। 

আরও পড়ুন : প্রথা ভেঙে পাত্র-পাত্রীর বিয়ে দিলেন মহিলা পুরোহিত, দেখুন
 

এদিন আগরতলায় সাংবাদিক বৈঠক করেন সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, 'CPIM-এর গুন্ডারা এখন BJP-তে। গুন্ডারা দলে আসায় BJP-র দুর্নাম হচ্ছে। ত্রিপুরায় পুরভোটকে প্রহসনে পরিণত করা হচ্ছে। মূল শত্রুকে চিহ্নিত করতে ভুল করছে BJP। যাঁরা দল ছেড়েছেন তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতেই পারছে না।' 

ত্রিপুরায় বেশ কিছুদিন ধরে হিংসা চলছে। সেখানে তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠেছে BJP-র। এই ক্রমবর্ধমান হিংসা নিয়ে সুদীপ রায় বর্মণের সংযোজন, 'সব কা সাথ, সব কা বিকাশ হলে এত হিংসার প্রয়োজন হচ্ছে কেন? গণতন্ত্র আর অবশিষ্ট নেই ত্রিপুরায়। বিজেপি এমন একটা দল যে বিকাশের কথা ভাবে। কিন্তু, বর্তমান নেতৃত্বের বিকাশের উপর ভরসা থাকলে এভাবে ভোট হত না। তবে ত্রিপুরার মানুষ জাগ্রত, তারা জবাব দেবেন।' 

আরও পড়ুন : সেক্সের জন্য প্রাণে বাঁচলেন মহিলা, কীভাবে জানলে অবাক হবেন

প্রসঙ্গত, সুদীপ রায় বর্মণের এই বেসুরো গাওয়া এই প্রথম নয়। গত বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের সরকার গঠনের আগেই তিনি BJP-তে যোগ দেন। ত্রিপুরার মাটিতে তৃণমূল নিজেদের জমি এখন শক্ত করতে চাইছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সুদীপ রায় বর্মণও তৃণমূলে যোগ দিতে পারেন। 

আগরতলা-সহ ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন রয়েছে ২৫ নভেম্বর। ঠিক তার আগে নিজের দলের বিধায়কের সমালোচনার মুখেই পড়তে হল বিপ্লব দেবের সরকারকে। যা তাদের বেশ অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement