Advertisement

Tripura Municipal Election : ত্রিপুরা ভোটে গোলমাল, সেখানে BSF পাঠান, নির্দেশ সুপ্রিম কোর্টের

Aajtak Bangla | আগরতলা | 25 Nov 2021, 6:08 PM IST

Tripura Municipal Election Live : ত্রিপুরায় পুরভোটে হিংসার অভিযোগ উঠল। অভিযোগের তির সে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে। বিরোধী বাম, তৃণমূল আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট

highlights

      Tripura Municipal Election Live : ত্রিপুরায় পুরভোটে হিংসার অভিযোগ উঠল। অভিযোগের তির সে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে। বিরোধী বাম, তৃণমূল আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর বাড়ির ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তারা। সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

      3:40 PM(4 years ago)

      তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ

      Posted by :- Abhijit

      আগরতলার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ।

       

      12:44 PM(4 years ago)

      ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ

      Posted by :- Abhijit

      সিপিআইএম অভিযোগ করেছে, আগরতলা শহরের সব বুথই প্রায় দখল করে নিয়েছে। সব বুথ থেকে দলের এজেন্টদের বের করে দিয়েছে। এখন অবাধে চলছে ছাপ্পা ভোট। ভোটারদের বুথে যেতে দেওয়া হচ্ছে না। 

      12:41 PM(4 years ago)

      বামেদের অভিযোগ

      Posted by :- Abhijit

      আগরতলা পুরসভার ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ ক্ষেত্রেই বামেদের পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আরও অভিযোগ, ৪/৫টা বুথে এজেন্ট ঢুকে কিছুক্ষণ ভোট করলেও পরে তাদের বের করে দেওয়া হয়। মধ্যভুবনবনে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে সব বহিরাগত। স্থানীয়রা রাস্তায়। বেছে বেছে বিজেপি সমর্থকদের ভোটার স্লিপ দিয়েছে। এবার ভোটার স্লিপ ছাড়া কাউকে ভোটকেন্দ্রে যেতে দিচ্ছে না। স্লিপ থাকা সত্বেও সন্দেহ হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

      tripura cpim bjp agartala
      11:45 AM(4 years ago)

      একের পর এক অভিযোগ

      Posted by :- Abhijit

      আগরতলা এলাকার ওয়ার্ড নম্বর ৫১-র তৃণমূল প্রার্থী তপন বিশ্বাসকে বিজেপির দুষ্কৃতীরা মারধর করেছে। ভোট দিতে যাওয়ার সময় তাঁকে আক্রমণ করা হয়। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষে সুবল ভৌমিক দাবি করেন, কাল রাত থেকে বিজেপি প্রচন্ড তাণ্ডব শুরু করেছে। আজ সকাল থেকে যেখানেই তৃণমূলের কর্মী দেখছে সেখানেই তাদের আক্রমণ করছে। পুলিশ এবং নির্বাচন কমিশন কেউ কোনও রকম সহযোগিতা করছেন না।

      Advertisement
      8:47 AM(4 years ago)

      ভোটারদের বাধা

      Posted by :- Abhijit

      আগরতলা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে। বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে।

      tripura agartala

       

      8:31 AM(4 years ago)

      বাড়িতে হামলা

      Posted by :- Abhijit

      তৃণমূলের অভিযোগ, প্রার্থীর বাড়িতে হামলা করা হয়েছে।

      tripura agartala tmc bjp cpim

       

      8:30 AM(4 years ago)

      গোলামালের অভিযোগ

      Posted by :- Abhijit

      আগরতলার বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর মিলছে। 

      Advertisement