scorecardresearch
 

Mohan Bhagwat: 'সত্যিকারের সেবক অহংকারী হয় না,' ভোট রেজাল্টের পরে মন্তব্য RSS প্রধানের

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একে অপরকে কুকথা যে মানব সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে, তা নিয়ে কেউ ভাবেনি। এমনকি আরএসএসকেও এতে টেনে আনা হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, 'যেভাবে মানুষ একে অপরকে হেনস্থা করেছে, প্রযুক্তির অপব্যবহার করেছে ও ভুয়ো খবর ছড়ানো হয়েছে নির্বাচনী প্রচারের সময়, তা ঠিক নয়।'

Advertisement
RSS Chief Mohan Bhagwat RSS Chief Mohan Bhagwat
হাইলাইটস
  • প্রথমবার বিজেপি ২৭২ ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি
  • 'সত্যিকারের সেবকরা অহংকারী হয় না'
  • 'ভুয়ো খবর ছড়ানো হয়েছে নির্বাচনী প্রচারের সময়'

লোকসভা রেজাল্টের (Lok Sabha Elections Result 2024) পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রাজনৈতিক দলগুলির নির্বাচনী জনসভায় নানা ভাষণ ও একে অপরকে আক্রমণ নিয়ে মোহন ভাগবতের দাবি, শালীনতা বজায় ছিল না। তাঁর কথায়, 'সত্যিকারের সেবকরা শালীনতা বজায় রাখে ও অহংকারী হয় না।'

প্রথমবার বিজেপি ২৭২ ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি

বস্তুত, লোকসভা নির্বাচনে জাতীয়তাবাদকে সামনে  BJP-র আগ্রাসী প্রচারের পরেও গত ১০ বছরে এই প্রথমবার বিজেপি ২৭২ ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। সরকা গঠনে এনডিএ শরিক JDU ও TDP-র উপর ভরসা করতে হয়েছে বিজেপি-কে। 

আরও পড়ুন

'সত্যিকারের সেবকরা অহংকারী হয় না'

লোকসভা ভোটের রেজাল্টের পর নাগপুরে আরএসএস-এর একটি অনুষ্ঠানে প্রথবার মুখ খুললেন মোহন ভাগবত। বললেন, 'যে ব্যক্তি শালীনতা বজায় রাখে, তিনি নিজের কাজ করে যান ও শালীনতাকে নিজের মূল্যবোধ হিসেবে দেখেন। কাজ করাকালীন তাঁর কখনও অহংকার হয় না। তাঁকেই সত্যিকারের সেবক বলা হয়।'

'ভুয়ো খবর ছড়ানো হয়েছে নির্বাচনী প্রচারের সময়'

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একে অপরকে কুকথা যে মানব সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে, তা নিয়ে কেউ ভাবেনি। এমনকি আরএসএসকেও এতে টেনে আনা হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, 'যেভাবে মানুষ একে অপরকে হেনস্থা করেছে, প্রযুক্তির অপব্যবহার করেছে ও ভুয়ো খবর ছড়ানো হয়েছে নির্বাচনী প্রচারের সময়, তা ঠিক নয়।'

অশান্ত মণিপুর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের স্পষ্ট বার্তা, 'এবার হিংসা বিদীর্ণ মণিপুরকে শান্ত করতে হবে। অগ্রাধিকার দিতে হবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিকে। মণিপুর এক বছর ধরে শান্তি ফেরার অপেক্ষায় রয়েছে। এবার তাকে অগ্রাধিকার দিতে হবে। শান্তি ফেরাতে হবে সেখানে।'

Advertisement

Advertisement