Trump Hits Out At India-Russia: চড়া শুল্ক চাপিয়েও রাগ কমছে না, ভারতের অর্থনীতিকে 'মৃত' বললেন ট্রাম্প

ভারতের অর্থনীতি নিয়ে ফের কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন। ভারতের অর্থনীতিকে "মৃত অর্থনীতি" বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন, এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাবে, তাতে তাঁর কিছু আসে যায় না।

Advertisement
চড়া শুল্ক চাপিয়েও রাগ কমছে না, ভারতের অর্থনীতিকে 'মৃত' বললেন ট্রাম্প
হাইলাইটস
  • ভারতের অর্থনীতি নিয়ে ফের কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন।

ভারতের অর্থনীতি নিয়ে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন। ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন, 'এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাবে, তাতে তাঁর কিছু আসে যায় না।' তিনি সরাসরি লেখেন, 'এই উভয় দেশের অর্থনীতি মৃত, এবং তারা একসঙ্গে এটিকে আরও নীচে নামিয়ে আনতে পারে।'

রাশিয়া-ভারতের বাণিজ্য নিয়ে ট্রাম্পের গাত্রদাহ
১ আগস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের এই তীব্র আক্রমণ সামনে আসে। শুধু ভারত নয়, রাশিয়ার দিকেও কটাক্ষ ছুড়ে দেন তিনি। বলেন, 'আমেরিকা আর রাশিয়া প্রায় কোনও ব্য়বসা করে না, এবং সেটাই থাকা উচিত।' এরপরই যোগ করেন, 'ভারত রাশিয়ার সঙ্গে কী করে, তাতে আমার কিছু যায় আসে না।'

মেদভেদেভকে আক্রমণ, রাশিয়াকে হুঁশিয়ারি
রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি মন্তব্য করেছিলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম খেলা খেলছেন। এই মন্তব্যের প্রত্যুত্তরে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি মেদভেদেভকে উদ্দেশ করে লেখেন, 'রাশিয়ার ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ, যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট মনে করেন, তাঁর উচিত তার কথাবার্তা নিয়ে সাবধান হওয়া। কারণ তিনি একেবারে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন।'

ট্রাম্পের সেই ট্যুইট
ট্রাম্পের সেই ট্যুইট

ভারতের জবাব, শুল্কের বিরুদ্ধে দৃঢ় অবস্থান
এই ঘটনার পর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, 'ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলেছে এবং আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।'

সময়সীমা আর বাড়ছে না: ট্রাম্প
এপ্রিল মাসে শুল্ক সংক্রান্ত ঘোষণা করে ট্রাম্প ৯০ দিনের সময়সীমা দিয়েছিলেন। পরে তা বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত করা হয়। এবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। নিজের পোস্টে তিনি লেখেন, '১ আগস্ট আমেরিকার জন্য একটি দারুণ দিন হবে। সময়সীমা আর বাড়ানো হবে না।'

Advertisement

POST A COMMENT
Advertisement