শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুইজন সেনা সদস্য শহিদ এবং আরও দুইজন জখম হয়েছেন। চট্টরু বেল্টের নাইডঘাম এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম একটি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান গিয়েছিল। সেই সময়ই এমনটা ঘটে।
পিংনাল দুগাড্ডা জঙ্গলের উপরের এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের কাছে পৌঁছতেই সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এই এলাকাটি চট্টরু পুলিশ স্টেশনের আওতাধীন নাইডঘাম গ্রামের অন্তর্গত। সংঘর্ষে চারজন সেনা আহত হন। এঁদের মধ্যে জুনিয়র কমিশন্ড অফিসার নাইব সুবেদার বিপিন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং গুরুতর আহত হয়েছিলেন।পরে তাঁরা শহিদ হন।
#IndianArmy #GOC White Knight Corps and all ranks salute the supreme sacrifice of the #Bravehearts; offer deepest condolences to the families. @NorthernComd_IA@adgpi@SpokespersonMoD pic.twitter.com/MRV4CLBTWE
— White Knight Corps (@Whiteknight_IA) September 13, 2024
সেনাবাহিনী জানিয়েছে, গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এখনও অভিযান চলছে। আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার রাতে বারামুল্লা জেলার চক তাপ্পর ক্রেরি পাত্তন এলাকায় আরেকটি গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ। উভয় এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।