Australian Cricketers Molested: অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত আকিল খান

ওয়ার্ল্ড কাপ খেলতে এই মুহূর্তে ভারতে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম। দলের ২ মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল জনৈক অকিল খানের নামে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত আকিল খানঅস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি। ধৃত (ইনসেটে)
হাইলাইটস
  • ২ অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানি
  • ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে এসেছেন তারা
  • গ্রেফতার জনৈক অকিল খান

২ অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ইন্দোরে। মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে ভারতে এসেছিলেন তাঁরা। জঘন্য এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় দেশজুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আকিল খানকে। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে খাজরানা রোডে। ব়্যাডিসন ব্লু হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান টিমের ওই ২ সদস্য। সে সময়ে বাইকে চেপে জনৈক অকিল খান ওই দুই মহিলা ক্রিকেটারকে ফলো করছিল। তাদের মধ্যে একজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সে। শ্লীলতাহানি করা হয় ওই মহিলা ক্রিকেটারের সঙ্গে। 

সাব ইনস্পেক্টর নিধি রঘুবংশী বলেন, 'হোটেল থেকে বেরিয়ে ওই ২ ক্রিকেটার একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এক ব্যক্তি বাইকে চেপে তাঁদের ফলো করছিল। এক ক্রিকেটারের সঙ্গে অশ্লীল আচরণ করে সে। অশালীন ভাবে তাঁকে ছোঁয় রাস্তার মধ্যেই।'

এই ঘটনার পর টিমের নিরাপত্তা অফিসার ড্যানি সিমসনের সঙ্গে কথা বলেন নির্যাতিতা মহিলারা ক্রিকেটাররা। স্থানীয় আইনরক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন তারা। ঘটনাস্থল থেকে গাড়ি করে নিয়ে আসা হয় ক্রিকেটারদের। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিমানি মিশ্র। তিনি দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন। তাঁদের বয়ান রেকর্ড করেন এবং অভিযোগের ভিত্তিতে একটি FIR ও দায়ের করেন। জানা গিয়েছে, অভিযুক্তের বাইক চিহ্নিত করা সম্ভব হয়। সেই নম্বর ধরেই অকিল খানকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্ত একজন হিস্ট্রি শিটার। তারে বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রুজু রয়েছে। 

প্রসঙ্গ, মহিলা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের নম্বরের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে অস্ট্রেলিয়া। শনিবারই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্লে অফের ম্যাচ রয়েছে। তার আগে এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কিউই শিবিরে। 

 

POST A COMMENT
Advertisement