খৎনা করাবেন বলে ২ মাসের শিশুকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন মা-বাবা। কিন্তু তাই কাল হল। মারা গেল সেই শিশু। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনা কেরলের কোঝিকোড়ের। রবিবার তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে খৎনার জন্য নিয়ে যায় পরিবারের সদস্যরা। খৎনা করার আগে লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয় শিশুকে। অভিযোগ, তারপরই শ্বাসকষ্ট শুরু হয় বাচ্চাটির। সেখান থেকে তাকে তড়িঘড়ি একটি স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত শিশুর নাম এমিন আদম। পরিবারের সদস্যরা জানিয়েছে, এমনিতেই সেই বাচ্চার জন্ম হয় নির্ধারিত সময়ের ২৭ দিন আগে। প্রি ম্যাচিওর বেবি ছিল সে।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই শিশুকে লোকাল অ্য়ানান্থেশিয়া দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই তাকে আর এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাবা ও মা ওই শিশুর চিকিৎসা সঠিকভাবে করাননি। তাঁরা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাস রাখতেন না। শিশুটির মা তো একজন আকুপাংচার চিকিৎসক। সন্তানের মৃত্যুর পর তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
পুলিশ সূত্রে খবর, যে হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হবে। শিশুর মা ও বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।