Terrorists Killed in Jammu Kahsmir: কাশ্মীরে আরও ২ জঙ্গি খতম, ভোর থেকে চলছে এনকাউন্টার

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার ছাতরোর সিংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় ৩-৪ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ। তাঁদের মধ্যে ২ জনকে খতম করা হয়েছে। 

Advertisement
কাশ্মীরে আরও ২ জঙ্গি খতম, ভোর থেকে চলছে এনকাউন্টারগোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
হাইলাইটস
  • ফের অশান্ত উপত্যকা।
  • জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াইয়ের খবর পাওয়া গেল।
  • কিস্তওয়ারে গুলির লড়াইয়ে ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই ফের অশান্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াইয়ের খবর পাওয়া গেল। কিস্তওয়ারে গুলির লড়াইয়ে ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জঙ্গি দমনে ফের সাফল্য মিলল। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার ছাতরোর সিংপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় ৩-৪ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ। তাঁদের মধ্যে ২ জনকে খতম করা হয়েছে। 

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযান কোমর বেঁধে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকাজুড়ে চালানো হচ্ছে তল্লাশি। 
পহেলগাঁও হামলার পরও কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। কিছু দিন আগে, শোপিয়ানে এনকাউন্টার হয়। পুলওয়ামার ত্রালেও গুলির লড়াই চলে। দুই ঘটনায় মোট ছয় জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এবার গুলির লড়াইয়ে আরও ২ জঙ্গিকে নিকেশ করা হল। 


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত। এই পরিস্থিতিতে  ভারতীয় সময় অনুযায়ী বিকেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে, ভারত ও পাক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। তার পর পরই বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত।

Advertisement

জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, পাকিস্তানের কার্যকলাপের উপর সর্বদা নজর রাখা হবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পাশাপাশি, মোদী এ-ও জানিয়েছেন, পাকিস্তান আলোচনার টেবিলে এলে পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই কথা বলতে হবে।


 

POST A COMMENT
Advertisement