কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্টালিন। যিনি সদ্য সনাতন ধর্ম নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। উদয়নিধির কথায়,'৪-৫টা রাজ্যের মানুষ হিন্দিতে কথা বলেন। তা কখনও দেশকে ঐক্যবদ্ধ করতে পারে না।'
বৃহস্পতিবার হিন্দি দিবস উপলক্ষে অমিত শাহ বলেন,'নানা ভাষাভাষির বৈচিত্রময় দেশে হিন্দি মানুষকে একজোট করে। প্রতিটি আলাদা ভাষাভাষির মানুষ হিন্দিকে সম্মান করেন। সেই সঙ্গে হিন্দি আন্তর্জাতিক ভাষা।' সেই সঙ্গে ষাহ স্পষ্ট করে দিয়েছেন,'অন্য কোনও ভারতীয় ভাষার সঙ্গে হিন্দির কোনও প্রতিযোগিতা নেই। প্রতিটি ভাষার গুরুত্ব বাড়লে দেশ শক্তিশালী হয়ে উঠবে।'
অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করেছেন উদয়নিধি। তাঁর কথায়,'তামিলনাড়ুতে তামিল, কেরলে মালায়লমে কথা বলা হয়। হিন্দি কীভাবে দুই রাজ্যকে ঐক্যবদ্ধ করতে পারে? কীভাবে দুই রাজ্যের উন্নতি হতে পারে? তিনি যোগ করেন,'এটা অত্যন্ত অযৌক্তিক দাবি। মাত্র ৪-৫টা রাজ্যের ভাষা হিন্দি। এই ভাষা কীভাবে দেশকে ঐক্যবদ্ধ করতে পারে?' #StopHindiImposition ট্যাগও দিয়েছেন উদয়নিধি।
দিন কয়েক আগে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন উদয়নিধি। সনাতন ধর্মকে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। উদয়নিধি বলেছিলেন,'সনাতন ধর্ম সামাজিক ন্যায় ও সাম্যের পরিপন্থী। কিছু জিনিসের শুধু বিরোধিতা করলেই হয় না, সেগুলি ধ্বংস করতে হবে। ডেঙ্গি, ম্যালেরিয়ার বিরোধিতা করলেই হবে না, শেষ করে দিতে হবে। তেমনই সনাতন ধর্মকেও ধ্বংস করতে হবে।'
.