'ভারত দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হবে,' ট্রম্পের দাবি উড়িয়ে মোদীর পাশে ব্রিটেনের প্রধানমন্ত্রী

ভারত অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। এভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। দাবি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার।

Advertisement
'ভারত দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হবে,' ট্রম্পের দাবি উড়িয়ে মোদীর পাশে UK-র প্রধানমন্ত্রী uk pm with modi
হাইলাইটস
  • ভারত অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে
  • এভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে
  • দাবি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার

ভারত অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। এভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। দাবি করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার। ট্যারিফ নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সংঘাত চলার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের অর্থনীতি মৃত। তা নিয়ে কিছুটা চাপে পড়েছিল নরেন্দ্র  মোদী পরিচালিত কেন্দ্রীয় সরকার। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আজকের মন্তব্য সেই ক্ষতে প্রলেপ দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার ভারতে এলেন স্টারমার। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। দুজনের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়। মোদীকে পাশে নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী জানান, ভারত খুব তাড়াতাড়ি বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। কারণ তারা জাপানকে পিছনে ফেলেছে। 

ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত হোক, এটাই চান তিনি। জানান স্টারমার। বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদীকে তাঁর নেতৃত্বের জন্য ধন্যবাদ দিতে চাই। তাঁর লক্ষ্য ২০২৮ সালের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশ হয়ে ওঠা। ২০৪৭ সালের মধ্যে নিজের দেশকে নিয়ে যে টার্গেট নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। আমি ও আমার দেশ ভারতের সঙ্গে অংশীদারিত্বে থাকতে চাই। সেজন্য একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতেও হবে।' 

গত ২৪ জুলাই লন্ডনে ভারত ও ব্রিটেনের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী, দুই দেশের বাণিজ্য সম্প্রসারিত হবে। ব্রিটেনে তৈরি জিনিস ভারতে যেমন সস্তায় মিলবে তেমনই ব্রিটেনেও ভারতের জিনিস সহজলভ্য হবে। এই বাণিজ্য চুক্তির পরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, বাণিজ্যের মাধ্যমেই দুই দেশের সম্পর্ক যে জোরালো করা যেতে পারে তার উদাহরণ স্থাপন করে দুই দেশ। 

ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যিক চুক্তির জেরে ভারতে স্কচ হুইস্কির দাম শীঘ্রই কমতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুসারে, Johnnie Walker Black Label, Glenfiddich, Chivas Regal এবং অন্যান্য প্রিমিয়াম হুইস্কি ব্র্যান্ডের দাম প্রতি বোতলে ২০০-৩০০ টাকা কমতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement