scorecardresearch
 
Advertisement

Budget 2021 : ৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার

Aajtak Bangla | দিল্লি | 01 Feb 2021, 4:36 PM IST

Budget 2021 Live Updates : আজ ২০২১-২০২২ সালের আর্থিক বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেলা ১১টা নাগাদ তিনি বাজেট পেশ করবেন। এই বছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা ও লকডাউনের জেরে গত বছর ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সেই দিকটি স্পষ্ট হবে এই বাজেটে।

হাইলাইটস্

  • আজ সাধারণ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন
  • বেলা ১১টা পেশ করবেন বাজেট
  • আয়কর ও কর্মসংস্থানে কী উদ্যোগ
  • বিশেষ নজর থাকছে মোদী সরকারের এই বাজেটে
4:36 PM (3 বছর আগে)

বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার

Posted by :- suvam

বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, শুধু একটাই ইন্ডাস্ট্রি! ইন্ডাস্ট্রি ভুলে যান। পরিযায়ী শ্রমিকদের ট্রেনে আনতে একটা টাকা দেয়নি। চাষীদের টাকা মকুব করা হচ্ছে। কোটিপতিদের টাকা মকুব করা হচ্ছে

2:12 PM (3 বছর আগে)

বাজেট নিয়ে তোপ অশোকের

Posted by :- suvam

 "এবারের বাজেট ভোটের আগে জুমলাবাজি ছাড়া আর কিছুই না। এখানে কোনও দিশা নেই। শুধমাত্র ভোটের দিকে তাকিকে মানুষকে ভিভ্রান্ত করার জন্যই এই বাজেট। রাজ্যেও যেমন মানুষকে ভাওতা দিয়ে চলছে তৃণমূল সরকার, তেমনই কেন্দ্রীয় সরকারও ভাওতা দিয়ে চালাচ্ছে।" রাস্তা, রেল প্রকল্প নিয়ে মন্তব্য অশোক ভট্টাচার্যের
 

1:53 PM (3 বছর আগে)

পেশ হল সাধারণ বাজেট

Posted by :- suvam
12:53 PM (3 বছর আগে)

মোবাইল ফোন শিল্পে উন্নতি, দাবি অর্থমন্ত্রীর

Posted by :- suvam

নির্মলা বলেন

  • মোবাইল ফোন শিল্প খুব বৃদ্ধি পাচ্ছে
  • মোবাইল ফোন ও চার্জার আমরা রফতানি করছি
  • ২.৫ শতাংশ আমদানি কর তাদের উপর ধার্য করা হল।
  • আয়রন ও স্টিলের উপরে আমিদানি শুল্ক কমিয়ে দিচ্ছে
Advertisement
12:46 PM (3 বছর আগে)

নতুন ফ্ল্যাট কিনলে গৃহঋণের সুদ ১.৫ লাখ টাকা করমুক্ত, ঘোষণা নির্মলার

Posted by :- suvam

নির্মলা বলেন

  • নতুন ফ্ল্যাট কিনলে গৃহঋণের সুদ ১.৫ লাখ টাকা করমুক্ত
  • ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মিলবে সুবিধা
  • জিএসটিকে খাতে রেকর্ড কালেকশন হয়েছে
12:36 PM (3 বছর আগে)

সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন, জানালেন নির্মলা

Posted by :- suvam

নির্মলা এদিন বলেন, সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন।  এই সুবিধা পাবেন মহিলারাও। চাইলে নাইট শিফটেও তারা কাজ করতে পারবেন। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

12:33 PM (3 বছর আগে)

৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার

Posted by :- suvam

৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার। এদিন বাজেট পেশের সময়ে তিনি বলেন, করদাতাদের উপর চাপ কমাতে হবে

12:18 PM (3 বছর আগে)

চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ, নির্মলার ঘোষণা

Posted by :- suvam

নির্মলার ঘোষণা

  • উচ্চশিক্ষা কমিশন গঠন করা হবে
  • জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন
  • চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ
12:15 PM (3 বছর আগে)

লেহতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে, ঘোষণা নির্মলার

Posted by :- suvam

নির্মলা বলেন

  • লেহতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে
  • লাদাখে উচ্চশিক্ষার জন্য আলাদা বরাদ্দ
  • ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি
  • ৭৫৮ নতুন বিদ্যালয় হবে আদিবাসী এলাকায়
Advertisement
12:09 PM (3 বছর আগে)

অলাভজনক সরকারি সংস্থা বিক্রি করার কথা বলা হয়েছে, নির্মলার

Posted by :- suvam

নির্মলার ঘোষণা

  • অলাভজনক সরকারি সংস্থা বিক্রি করার কথা বলা হয়েছে
  • এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ
  • এমএসপিকে কস্ট অফ প্রোডাকশন দেড়গুণ দেওয়া হবে
12:04 PM (3 বছর আগে)

কৃষকদের ৭৫ হাজার ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ২০২০-২০২১ সালে 

Posted by :- suvam

অর্থমন্ত্রীর ঘোষণা

 

  • কৃষকদের ৭৫ হাজার ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ২০২০-২০২১ সালে 
  • খোলা বাজারে এবার থেকে কেনা যাব এনআইসির শেয়ার
  • যে বিপুল পরিমাণ জমি পড়ে রয়েছে, রাজ্যগুলিকে সেটা বিক্রি করতে বলা হয়েছে।
  • প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমে বরাদ্দ  ১.৯৭ লক্ষ কোটি
  • রেল খাতে বরাদ্দ  ১.১০,০৫৫ কোটি


 

11:58 AM (3 বছর আগে)

ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা

Posted by :- suvam

ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা

  • সেবি অ্যাক্টের আরও পরিবর্তন করা হবে
  • ব্যাঙ্কের ডিপোজিট ইনসিওরেন্স ১ লাখ থেকে ৫ লাখ করা হল
  • সরকারি ব্যাঙ্কে পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি
  • ব্যাঙ্কে ফিক্সস ডিপোডিটে সুরক্ষা বিমা
11:52 AM (3 বছর আগে)

বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, ঘোষণা নির্মলার

Posted by :- suvam

নির্মলার ঘোষণা

  • বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ
  • সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ ১ হাজার কোটি টাকা 
  • শহরে গ্যাস বণ্টন প্রক্রিয়া আরও উন্নত করা হবে।
  • মেট্রো লাইন, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু
  • ফলে অনেক যুবকের কর্মসংস্থান হবে
11:49 AM (3 বছর আগে)

উজ্জ্বলা প্রকল্পে আরও ১ কোটি মানুষ , ঘোষণা নির্মলার

Posted by :- suvam

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় আরও ১ কোটি মানুষকে নিয়ে আসা হবে। এখন ৮কোটি মানুষ এর সুবিধা পান। জম্মু ও কাশ্মীরে গ্যাস পাইপলাইন প্রকল্পও শুরু করা হবে।

Advertisement
11:46 AM (3 বছর আগে)

বিদ্যুৎ খাতে বড় ঘোষণা নির্মলার

Posted by :- suvam

বিদ্যুৎ খাতে বড় ঘোষণা নির্মলার

  • ৩ লাখ কোটি টাকার প্রকল্প ঘোষণা বিদ্যুৎখাতে
  • হাইড্রোজেন প্ল্যান্ট নির্মাণেরও ঘোষণা
  • বিদ্যুৎ খাতে পিপিপি মডেলের অধীনে অনেক প্রকল্পের কাজ হবে
  • মার্চেন্ট শিপের জন্য ১৬২৪ কোটি টাকা বরাদ্দ
  • গুজরাটে প্লান্টের মাধ্যমে জাহাজটি পুনর্ব্যবহারের কাজ করা হবে
11:39 AM (3 বছর আগে)

খড়গপুর-বিজয়ওয়াড়া ফ্রেট করিডরের ঘোষণা নির্মলার

Posted by :- suvam

বড় ঘোষণা নির্মলার

  • যেখানে বিধানসভা নির্বাচন সেখানেই রাস্তা সংষ্কারে জোর দেওয়ার কথা ঘোষণা
  • খড়গপুর-বিজয়ওয়াড়া ফ্রেট করিডরের ঘোষণা
  • জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থা পাবে
  • রেলের জন্য তৈরি জাতীয় রেল প্ল্যান
     
11:37 AM (3 বছর আগে)

৬৭৫ কিমি রাজ্য সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে, ঘোষণা নির্মলার

Posted by :- suvam

নির্মলা বলেন

  • ৬৭৫ কিমি রাজ্য সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে
  • পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ
  • কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার
  • ৮.৫ কিমি রাস্তা তৈরি হবে
  • ১,১০০কিমি রাস্তা কেরলে তৈরি হবে
  • তামিলনাড়ুরে ৩.৫হাজার কিমি রাস্তা
11:33 AM (3 বছর আগে)

৭ টি টেক্সটাইল পার্ক তৈরি, জানালেন অর্থমন্ত্রী

Posted by :- suvam

অর্থমন্ত্রী বলেন, রফতানির জন্য দেশে ৩ বছরের মধ্যে ৭ টি টেক্সটাইল পার্ক তৈরি করা হবে। ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা।

11:29 AM (3 বছর আগে)

স্বাস্থ্যখাতে বিরাট ঘোষণা নির্মলার

Posted by :- suvam

স্বাস্থ্যখাতে বিরাট ঘোষণা নির্মলার

  • করোনার ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা
  • স্বাস্থ্য খাতের বাজেটে ১৩৭ শতাংশ বৃদ্ধি
  • আত্মনির্ভর স্বাস্থ্য ভারত প্রকল্প ঘোষণা
  • আত্মনির্ভর স্বাস্থ্য ভারত প্রকল্পে ৬৪,১৮০ কোটি টাকা 
  • WHO স্থানীয় মিশন চালু হওয়ার ঘোষণা
  • অমৃত প্রকল্পে ২,৮৭,০০০ কোটি টাকা
Advertisement
11:21 AM (3 বছর আগে)

স্বচ্ছ ভারতে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা, জানালেন নির্মলা

Posted by :- suvam

নির্মলা বলেন, গ্রামে ১৭হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরজ্জীবিত করা হবে। পুষ্টির প্রকল্পগুলিতে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে। ১৭টি নতুন পিএইচইউ তৈরি হবে। স্বচ্ছ ভারতে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। পরিবেশ শুদ্ধকরণে ২ হাজার কোটি টাকা।