বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, শুধু একটাই ইন্ডাস্ট্রি! ইন্ডাস্ট্রি ভুলে যান। পরিযায়ী শ্রমিকদের ট্রেনে আনতে একটা টাকা দেয়নি। চাষীদের টাকা মকুব করা হচ্ছে। কোটিপতিদের টাকা মকুব করা হচ্ছে
"এবারের বাজেট ভোটের আগে জুমলাবাজি ছাড়া আর কিছুই না। এখানে কোনও দিশা নেই। শুধমাত্র ভোটের দিকে তাকিকে মানুষকে ভিভ্রান্ত করার জন্যই এই বাজেট। রাজ্যেও যেমন মানুষকে ভাওতা দিয়ে চলছে তৃণমূল সরকার, তেমনই কেন্দ্রীয় সরকারও ভাওতা দিয়ে চালাচ্ছে।" রাস্তা, রেল প্রকল্প নিয়ে মন্তব্য অশোক ভট্টাচার্যের
নির্মলা বলেন
নির্মলা বলেন
নির্মলা এদিন বলেন, সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। এই সুবিধা পাবেন মহিলারাও। চাইলে নাইট শিফটেও তারা কাজ করতে পারবেন। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৭৫ বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়কর ছাড়, ঘোষণা নির্মলার। এদিন বাজেট পেশের সময়ে তিনি বলেন, করদাতাদের উপর চাপ কমাতে হবে
নির্মলার ঘোষণা
নির্মলা বলেন
নির্মলার ঘোষণা
অর্থমন্ত্রীর ঘোষণা
ব্যাঙ্কিং সেক্টরে বড় ঘোষণা
নির্মলার ঘোষণা
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় আরও ১ কোটি মানুষকে নিয়ে আসা হবে। এখন ৮কোটি মানুষ এর সুবিধা পান। জম্মু ও কাশ্মীরে গ্যাস পাইপলাইন প্রকল্পও শুরু করা হবে।
বিদ্যুৎ খাতে বড় ঘোষণা নির্মলার
বড় ঘোষণা নির্মলার
নির্মলা বলেন
অর্থমন্ত্রী বলেন, রফতানির জন্য দেশে ৩ বছরের মধ্যে ৭ টি টেক্সটাইল পার্ক তৈরি করা হবে। ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা।
স্বাস্থ্যখাতে বিরাট ঘোষণা নির্মলার
নির্মলা বলেন, গ্রামে ১৭হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরজ্জীবিত করা হবে। পুষ্টির প্রকল্পগুলিতে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে। ১৭টি নতুন পিএইচইউ তৈরি হবে। স্বচ্ছ ভারতে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। পরিবেশ শুদ্ধকরণে ২ হাজার কোটি টাকা।