scorecardresearch
 

Amit Shah: 'দেশে কি শরিয়ত আইন চলা উচিত?' UCC নিয়ে জোরাল সওয়াল শাহের

অমিত শাহে কথায়, 'শরিয়ত আইনের উপর ভিত্তি করে দেশ চলা উচিত? নিজস্ব আইনের উপর ভিত্তি করে দেশ চলা উচিত? পৃথিবীর কোনও দেশ এভাবে চলতে পারে না। কোনও গণতান্ত্রিক দেশে পার্সোনাল ল নেই। ভারতে কেন থাকবে? অনেক মুসলিম দেশও শরিয়ত আইন অনুসরণ করে না। সে সব দিন চলে গিয়েছে। ভারত এখন সামনের দিকে এগোচ্ছে।'

Advertisement
Amit Shah Amit Shah
হাইলাইটস
  • 'পৃথিবীর কোনও দেশ এভাবে চলতে পারে না'
  • 'সব গণতান্ত্রিক দেশেই অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে'
  • উত্তরাখণ্ডেই UCC লাগু হয়েছে

তৃতীয়বার সরকারে এলে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বা UCC লাগু করা হবেই। এটা বিজেপি-র প্রতিশ্রুতি। India Today TV-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে ফের জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, কোনও গণতান্ত্রিক দেশে ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল' থাকতে পারে না।
 
'পৃথিবীর কোনও দেশ এভাবে চলতে পারে না'

অমিত শাহে কথায়, 'শরিয়ত আইনের উপর ভিত্তি করে দেশ চলা উচিত? নিজস্ব আইনের উপর ভিত্তি করে দেশ চলা উচিত? পৃথিবীর কোনও দেশ এভাবে চলতে পারে না। কোনও গণতান্ত্রিক দেশে পার্সোনাল ল নেই। ভারতে কেন থাকবে? অনেক মুসলিম দেশও শরিয়ত আইন অনুসরণ করে না। সে সব দিন চলে গিয়েছে। ভারত এখন সামনের দিকে এগোচ্ছে।'

'সব গণতান্ত্রিক দেশেই অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে'

আরও পড়ুন

অমিত শাহের দাবি, সব গণতান্ত্রিক দেশেই অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। এবারও ভারতেও তা হবে। সংবিধানেই UCC-র প্রতিশ্রুতি রয়েছে। এরপরেই কংগ্রেসকে নিশানা করে শাহ বলেন, 'কোনও ধর্মনিরপেক্ষ দেশে প্রতিটি নাগরিকের জন্য একটাই আইন হওয়া উচিত কিনা? এটাই তো ধর্মনিরপেক্ষতার বড় লক্ষণ। আসলে কংগ্রেস আসলে যে ভোটব্যাঙ্ক রয়েছে, সেই ভোটব্যাঙ্ক সুসংহত করতে চাইছে। আসলে কংগ্রেস গণপরিষদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য।'

উত্তরাখণ্ডেই UCC লাগু হয়েছে

বস্তুত, এই মুহূর্তে গোটা দেশের মধ্যে একমাত্র উত্তরাখণ্ডেই UCC লাগু হয়েছে। ভারতের প্রথম রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হয়েছে। 

 

 

Advertisement