Dating App Scam: ফাঁকা ফ্ল্যাটে ভিডিও করা হত সমকামীদের, তারপরেই ব্ল্যাকমেল, জালে প্রতারণা চক্র

পুরুষদের ব্ল্যাকমেল করার অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রথমে 'টার্গেট'দের সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। এরপর সম্পর্ক তৈরির ছলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে রেকর্ড করত।

Advertisement
ফাঁকা ফ্ল্যাটে ভিডিও করা হত সমকামীদের, তারপরেই ব্ল্যাকমেল, জালে প্রতারণা চক্রসমকামী ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ

সমকামী ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা। পুরুষদের ব্ল্যাকমেল করার অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রথমে 'টার্গেট'দের সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। এরপর সম্পর্ক তৈরির ছলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে রেকর্ড করত। তারপর সেটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

ডেটিং অ্যাপের নামে ব্ল্যাকমেলের ফাঁদ

গাজিয়াবাদের এই প্রতারণা চক্র জনপ্রিয় ডেটিং অ্যাপ Grindr-এর মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করত। প্রথমে বন্ধুত্বের ছল, তারপর যৌন সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে তাদের একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে যেত। সেখানে গোপনে ভিডিও রেকর্ড করা হত। আর তারপরেই  ঢুকতেই চারজন ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ত। ভিডিও ছড়িয়ে দেওয়া ও আইনের জালে ফাঁসানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্র।

১.৪ লক্ষ টাকা খুইয়েছিলেন এক প্রতারিত ব্যক্তি

এদের মধ্যে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করতেই এই চক্রের কুকীর্তি ফাঁস হয়। অভিযোগকারী জানান, প্রতারকরা তাঁকে ফাঁদে ফেলে একটি ফ্ল্যাটে ডেকে নেয়। এরপর জোর করে অশ্লীল ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করে এবং একাধিক লেনদেনে মোট ১.৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

প্রতারক দলের মূল পাণ্ডাদের চিহ্নিত করেছে পুলিশ

পুলিশি তদন্তে জানা যায়, চক্রের মূল পাণ্ডা রিঙ্কু। তার কাছে আবার উত্তরপ্রদেশ ও দিল্লির বার অ্যাসোসিয়েশনের পরিচয়পত্র ছিল। পুলিশ এই পরিচয়পত্রগুলি সত্যি নাকি জাল, তা যাচাই করছে। গ্রেফতার হওয়া অপর দুই অভিযুক্ত হল অজয় এবং শুভম ওরফে সম্রাট। অজয়ই ছিল মূল ব্যক্তি, যে Grindr-এ কথোপকথন শুরু করত এবং পুরুষদের ফ্ল্যাটে নিয়ে আসত।

অন্যান্য অভিযুক্তরা পলাতক, পুলিশের হুঁশিয়ারি

তদন্তে আরও কয়েকজন জড়িত থাকার প্রমাণ মিলেছে, তবে তারা পলাতক। পুলিশ দ্রুত তাদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া ও ডেটিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলছেন পুলিশ আধিকারিকরা। 

মনে রাখবেন, আপনার নিরাপত্তা সবার আগে। অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে পাবলিক প্লেসে যান। কোথায় যাচ্ছেন সেটা বন্ধু বা পরিবারের সদস্যদের অবশ্যই জানাবেন। প্রতারণার শিকার হলে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত পুলিশকে জানান।

Advertisement

POST A COMMENT
Advertisement