উত্তরপ্রদেশে স্ত্রীকে খুন।-ফাইল ছবিউত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটল চাঞ্চল্যকর খুন। স্ত্রীকে নির্মমভাবে খুন করে সেই অপরাধকে আত্মহত্যা হিসেবে দেখাতে দেওয়ালে রক্ত দিয়ে লিখল, 'আমি পাগল। আমার স্বামী নির্দোষ।' কিন্তু এতেও শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত পুলিশের জাল থেকে রেহাই পেল না অভিযুক্ত স্বামী। রবিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলা সুষমা দ্বিবেদী। খুনের অভিযোগে তাঁর স্বামী রোহিত দ্বিবেদীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে যদিও ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছিল, তদন্তে একের পর এক অসঙ্গতি ধরা পড়তেই সন্দেহ জন্মায়। শেষমেশ রোহিত নিজের অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
দম্পতি প্রয়াগরাজের একটি ভাড়াবাড়িতে থাকতেন। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে রোহিতের চিৎকার শুনে তাঁরা ছুটে যান। দেখেন, সুষমা রক্তাক্ত দেহ নিয়ে মেঝেতে পড়ে আছেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর কোপ, এমনকি অস্ত্রটি তখনও গলার ভেতর বিঁধে ছিল। আর ঠিক পাশের দেওয়ালে রক্ত দিয়ে লেখা।
প্রথমে দেখে আত্মহত্যা বলে মনে হলেও কয়েকটি বিষয় তদন্তকারীদের চোখে পড়ে, দেওয়ালে রক্ত দিয়ে লেখা বার্তা থাকলেও সুষমার হাতে রক্ত ছিল না। রোহিতের বয়ান ছিল অসঙ্গতিপূর্ণ। ঘটনাস্থলের পরিস্থিতি আত্মঘাতী হামলার সঙ্গে মিলছিল না। এই সব তথ্য মিলিয়ে পুলিশ রোহিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে জেরার মুখে সে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে।
পুলিশের দাবি, রোহিত জানিয়েছে। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়। বহু বছর কেটে গেলেও সন্তান না হওয়ায় দম্পতির মধ্যে প্রায়শই বিবাদ চলত। সম্পর্কের টানাপড়েন এতটাই বাড়ে যে রাগের মাথায় স্ত্রীকে খুন করে সে। অপরাধ ঢাকতেই দেওয়ালে রক্ত দিয়ে ‘স্বামী নির্দোষ’ বার্তা লিখেছিল।