Elopes with husband's uncle: কাকা শ্বশুরের সঙ্গে পালিয়েছে স্ত্রী, খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

কাকাশ্বশুরের সঙ্গে পালিয়েছে স্ত্রী, খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীরউত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার সূত্র ধরে রীতিমতো হতবাক গোটা গ্রাম।

Advertisement
কাকা শ্বশুরের সঙ্গে পালিয়েছে স্ত্রী, খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর
হাইলাইটস
  • কাকাশ্বশুরের সঙ্গে পালিয়েছে স্ত্রী, খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীরউত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার সূত্র ধরে রীতিমতো হতবাক গোটা গ্রাম।
  • নিজের দুই মেয়ে নিয়ে স্বামীর কাকাশ্বশুরের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ।

কাকাশ্বশুরের সঙ্গে পালিয়েছে স্ত্রী, খোঁজ দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীরউত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় এক চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার সূত্র ধরে রীতিমতো হতবাক গোটা গ্রাম। নিজের দুই মেয়ে নিয়ে স্বামীর কাকাশ্বশুরের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ। ছেলে সন্তানটিকে ফেলে রেখে চলে গিয়েছেন ওই বধূ। ঘটনার পরে মহিলা ও তার দুই কন্যাকে খুঁজে বের করতে প্রকাশ্যেই ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন তার স্বামী ও শ্বশুর।

জানা গেছে, ইটাওয়ার বাসিন্দা জিতেন্দ্র কুমার পেশায় একজন ট্যাক্সি চালক। গত ৩ এপ্রিল কানপুর থেকে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, তার স্ত্রী এবং দুই মেয়ে নিখোঁজ। পরে জানা যায়, স্ত্রী নন্দরাম নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছেন, যিনি সম্পর্কে জিতেন্দ্রর কাকা হন।

জিতেন্দ্রর অভিযোগ, 'নন্দরাম আমার কাকার মতোই ছিলেন। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। সম্ভবত সেখান থেকেই আমার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আমি এখন পুলিশের দরজায় ঘুরছি, কিন্তু কোনও সাহায্য পাচ্ছি না।'

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইটাওয়ার সিনিয়র পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানান, 'এখনও পর্যন্ত নিখোঁজদের খোঁজ মেলেনি। তদন্তের ভিত্তিতে এফআইআর দায়ের করা হচ্ছে। আমরা দ্রুত মহিলাকে খুঁজে বার করার চেষ্টা করছি।'

অন্যদিকে, জিতেন্দ্রর বাবা শ্যাম কিশোর বলেন, 'আমার ছোট ভাই নন্দরামের সঙ্গে বড় ছেলের বউ পালিয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে দুই নাতনিকে, আর রেখে গিয়েছে এক নাতিকে। গ্রামের লোকজন আমাদের নিয়ে উপহাস করছে। এটা খুব অপমানজনক পরিস্থিতি।'

শ্যাম কিশোর আরও জানান, 'আমাদের পুত্রবধূ যদি নিজের ইচ্ছায় ফিরে আসেন, আমরা তাকে গ্রহণ করব। তবে এখন আমাদের একটাই অনুরোধ, আমাদের নাতনিদের ফেরানো হোক। যে কেউ তাদের খুঁজে এনে দেবে, তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।'

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নন্দরাম ও গৃহবধূর খোঁজে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। এখন দেখার, এই জটিল পারিবারিক টানাপোড়েন কীভাবে মেটে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement