পাঁচ বছরের এক শিশুকে ধূমপান করাতে বাধ্য করালেন এক চিকিৎসক। তার জেরে তাঁকে বদলি করা হয়েছে। ঘটনা উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের কুথৌন্দের কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্রের। ওই শিশুটি ঠান্ডা কমানোর চিকিৎসা করাতে গিয়েছিল চিকিৎসকের কাছে। অভিযোগ তখনই তাকে সিগারেট খেতে বলা হয়।
অভিযুক্ত চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র। চিফ মেডিক্যাল অফিসার নরেন্দ্র দেব শর্মা জানিয়েছেন, ওই চিকিৎকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাঁকে বদলি করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ওই চিকিৎসক শিশুটির মুখে সিগারেট ধরিয়ে দিচ্ছেন। তারপর তাতে আগুন দিচ্ছেন। ওই শিশুকে তা টানার কথাও বলছেন। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, শিশুটি একটা সময় সিগারেট নিভিয়ে ফেলে। তাতে চিকিৎসক বলে ওঠেন, 'ফের ফুঁ দিচ্ছে!' শিশুটি যেহেতু সিগারেট টানতে পারছিল না, তাই সেই চিকিৎসক নিজে তা হাতে নিয়ে টেনে দেখান। আবার সিগারেট ধরিয়ে দেন তিনি। তার পর বলে ওঠেন, 'আজকের জন্য এতটা ট্রেনিং যথেষ্ট। ফের যখন আসবে আবার শেখাব।'
এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একজন বাচ্চার সঙ্গে এমন ব্যবহার চিকিৎস কীভাবে করতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে ওই চিকিৎসকের নামে অভিযোগ জানানো হয়েছে। অতিরিক্ত CMO এসডি চৌধরির তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকারের কাছে বিশদ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুধু বদলি করলে হবে না, ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে দাবি উঠেছে।