scorecardresearch
 

Who is Mukhtar Ansari: জেলে 'স্লো পয়েজনে' খুন? রবিনহুড-গ্যাংস্টার থেকে রাজনেতা, মুখতার আনসারি কে?

বান্দা জেলে বৃহস্পতিবার সন্ধেয় বন্দি মৌ-এর বিধায়ক-গ্যাংস্টার মুখতার আনসারির মৃত্যু হয়। জেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে আইনজীবী ও পরিবারের সদস্যরা মুখতারকে স্লো পয়জন দেওয়ার মতো অভিযোগ করেছিলেন। 

Advertisement
মুখতার আনসারী মৌ গাজীপুর মুখতার আনসারী মৌ গাজীপুর

বান্দা জেলে বৃহস্পতিবার সন্ধেয় বন্দি মৌ-এর বিধায়ক-গ্যাংস্টার মুখতার আনসারির মৃত্যু হয়। জেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে আইনজীবী ও পরিবারের সদস্যরা মুখতারকে স্লো পয়জন দেওয়ার মতো অভিযোগ করেছিলেন। 

মুখতার আনসারির আইনজীবী আদালতে একটি লিখিত আবেদন করেছিলেন। এতে জেলবন্দি আনসারিকে স্লো পয়জন দেওয়ার অভিযোগ ওঠে। গত ২১ মার্চ দেওয়া আবেদনে মুখতার আনসারি লিখেছেন, "১৯ মার্চ বান্দা কারাগারে যখন তাঁকে খাবার দেওয়া হয়েছিল, তখন তাঁর মনে হয়েছিল যেন কোনও বিষাক্ত পদার্থ তাঁকে দেওয়া হয়েছে... যে কারণে তাঁর হাত ও পায়ের স্নায়ু অসাড় হয়ে যায়। ব্যথা শুরু হয় এবং পরে সারা শরীরের স্নায়ুতে ব্যথা শুরু হয়। তার আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।"

কে ছিলেন মুখতার আনসারি?
মুখতার আনসারির জন্ম গাজিপুর জেলার মহম্মদবাদে। তাঁর বাবা সুবহানুল্লাহ আনসারি এবং মাতার নাম বেগম রাবিয়া। গাজিপুরে মুখতার আনসারির পরিবার একটি মর্যাদাপূর্ণ রাজনৈতিক পরিবারের অন্তর্গত। মুক্তার আনসারির দাদা ড. মুখতার আহমেদ আনসারি, ১৭ বছরেরও বেশি সময় ধরে দেলে ছিলেন, একজন মুক্তিযোদ্ধা। গান্ধীজির সঙ্গে কাজ করার সময়, তিনি ১৯২৬-২৭ সালে কংগ্রেসের সভাপতিও ছিলেন। মুখতার আনসারির দাদা ব্রিগেডিয়ার মহম্মদ উসমান ১৯৪৭ সালের যুদ্ধে শহিদ হওয়ার জন্য মহাবীর চক্রে ভূষিত হন। মুখতারের বাবা সুবহানুল্লাহ আনসারি তাঁর ক্লিন ইমেজ নিয়ে গাজিপুরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ছিলেন মুখতার আনসারির কাকা।

আরও পড়ুন

এলাকায় আধিপত্য
মৌ সংঘর্ষে উসকানির মামলায় গাজিপুর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন মুখতার। আর তখন থেকেই তিনি জেলে ছিলেন। এর আগে তাঁকে গাজিপুর জেলে রাখা হয়েছিল। এরপর সেখান থেকে তাঁকে মথুরা জেলে পাঠানো হয়। এরপর তাঁকে মথুরা থেকে আগ্রা জেলে এবং আগ্রা থেকে বান্দা জেলে পাঠানো হয়। এরপর মুখতারের বাইরে আসার সৌভাগ্য হয়নি। এরপর একটি মামলায় পঞ্জাবের জেলে স্থানান্তর করা হয়। কিন্তু তারপরও পূর্বাঞ্চলে তাঁর আধিপত্য অব্যাহত ছিল। কারাগারে থাকার পরও তিনি নির্বাচনে জয়লাভ করেন।

Advertisement

মুখতারকে রোপার কারাগার থেকে উত্তরপ্রদেশে আনা হয়
মুখতার আনসারিকে একটি মামলার শুনানির জন্য উত্তরপ্রদেশের বান্দা জেল থেকে পঞ্জাবের রোপার জেলে পাঠানো হয়েছিল। এরপর তিনি সেখানে দীর্ঘ সময় সেখানে ছিলেন। উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠনের পর মুখতার আর ফিরতে চাননি। 

কারও কাছে তিনি রবিন হুড....
আনসারি ঠিকাদারি, খনি, মদ এবং রেলের ঠিকাদারির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রবিনহুডের মতো ধনীদের কাছ থেকে লুঠ করে গরিবদের মধ্যেও বিলিয়ে দেন। এটা শুধু তাঁর আধিপত্য নয়, বিধায়ক হিসেবে মুখতার আনসারি তাঁর এলাকায় অনেক কাজ করেছেন। এই রবিনহুড তাঁর বিধায়ক তহবিলের চেয়ে ২০ গুণ বেশি টাকা রাস্তা, সেতু, হাসপাতাল এবং স্কুল-কলেজে ব্যয় করতেন।

পরিবারের গৌরবময় ইতিহাস
যদিও মুখতার আনসারি হয়ে উঠেছিলেন অপরাধের মুখ। তবে গাজিপুরে তাঁর পরিবারই প্রথম রাজনৈতিক পরিবার হিসেবে স্বীকৃত। শুধু ভয়ের কারণে নয়, কাজের কারণেও এলাকার দরিদ্র মানুষের মধ্যে মুখতার আনসারির পরিবার সম্মান পান। মৌ-এ আনসারি পরিবারের সম্মানের আরেকটি কারণ রয়েছে এবং তা হল এই পরিবারের গৌরবময় ইতিহাস।

Advertisement