Uttar Pradesh Marriage Shoker: মেয়ের বিয়ের ৯ দিন আগে হবু জামাইকে নিয়ে পালাল মা, উধাও টাকা ও গয়না

আলিগড়ের মাদ্রাক থানা এলাকার এক গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। মেয়ের বিয়ের মাত্র কয়েকদিন আগে তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ। শুধু তাই নয়, ঘর থেকে উধাও হয়েছে লক্ষ লক্ষ টাকা নগদ অর্থ ও গয়না। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবং পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে।

Advertisement
মেয়ের বিয়ের ৯ দিন আগে হবু জামাইকে নিয়ে পালাল মা, উধাও টাকা ও গয়নাহবু জামাইয়ের সঙ্গে পালালেন কনের মা।-ফাইল ছবি
হাইলাইটস
  • আলিগড়ের মাদ্রাক থানা এলাকার এক গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা।
  • মেয়ের বিয়ের মাত্র কয়েকদিন আগে তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ।

আলিগড়ের মাদ্রাক থানা এলাকার এক গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। মেয়ের বিয়ের মাত্র কয়েকদিন আগে তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ। শুধু তাই নয়, ঘর থেকে উধাও হয়েছে লক্ষ লক্ষ টাকা নগদ অর্থ ও গয়না। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, এবং পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে।

ঘটনার সূত্রপাত বিয়ের প্রস্তুতির মাঝেই
স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র কুমার জানান, তার মেয়ের বিয়ে নির্ধারিত ছিল ১৬ই এপ্রিল। বিয়ের আগে তিনি স্ত্রীকে বিয়ের কার্ড দেওয়ার জন্য তার শ্যালিকার বাড়িতে পাঠান। কিন্তু পরে তিনি নিজেই ওই কাজটি সারতে গেলে, ফিরে এসে দেখেন স্ত্রী নিখোঁজ।

প্রথমে ভেবেছিলেন, হয়তো কোনও আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার পরেও স্ত্রীর কোনও খোঁজ না পেয়ে সন্দেহ দৃঢ় হয়।

ফোন কল ফাঁস করল প্রেমের রহস্য
জিতেন্দ্র কুমার জানান, পরে তিনি স্ত্রীর মোবাইলের কল রেকর্ড ঘেঁটে দেখতে পান, তার স্ত্রী প্রায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মেয়ের হবু স্বামীর সঙ্গে কথা বলতেন।

এই তথ্য পাওয়ার পর, তিনি নিজে ফোন করেন তার হবু জামাইকে। প্রথমে সেই যুবক বিষয়টি অস্বীকার করলেও, একাধিকবার ফোন করার পর সে স্পষ্ট বলে— "হ্যাঁ, তিনি এখন আমার সাথেই আছেন। তুমি তাকে ২০ বছর ধরে পেয়েছো, এখন তাকে ভুলে যাও।"

মেয়ে ও পরিবারের তীব্র ক্ষোভ
মেয়েটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, “মা আমাদের ঘর থেকে সব টাকা ও গয়না নিয়ে গেছে। সে মরুক বা বাঁচুক, আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা শুধু আমাদের জিনিসগুলো ফেরত চাই।”

পুলিশের তৎপরতা
আলিগড় পুলিশ জানিয়েছে, তারা দুজনের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। গ্রেফতারি এড়াতে তারা একাধিক স্থান বদলাচ্ছে বলে অনুমান।
 

 

POST A COMMENT
Advertisement