উত্তরপ্রদেশে গোলাগুলি! বারাণসীতে খুন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান

এবারও তিনি ভোটে দাঁড়াচ্ছিলেন। তেমনই কথা ছিল। কিন্তু ৪৫ বছরের বিজেন্দ্র যাদব ওরফে পাপ্পুর সেই ইচ্ছা পূরণ হল না। দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
উত্তরপ্রদেশে গোলাগুলি! বারাণসীতে খুন পঞ্চায়েতের প্রাক্তন প্রধানউত্তরপ্রদেশের বারাণসীর প্রধান পদের অন্যতম দাবিদারকে খুন করা হয়েছে বলে অভিযোগ (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • বেজে গিয়েছে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটের দামামা
  • আর সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক গোলমাল
  • খুন হয়েছেন বারাণসীর এক রাজনৈতিক নেতা

বেজে গিয়েছে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটের দামামা। আর সেই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক গোলমাল। এবং তা প্রকাশ্যেই। দাবাং আর বাহুবলীরা ফিরে এসেছে যেন। 

আর বলা যেতে পারে সেই সূত্রেই খুন হয়েছেন বারাণসীর এক রাজনৈতিক নেতা। তিনি বারাণসীর প্রধান পদের অন্যতম দাবিদার। তাঁকে গুলি করে খুন করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনা বারাণসীর বড়াগাঁওয়ের ইন্দরপুর গ্রামে ঘটেছে তিনি সেখানকার প্রাক্তন প্রধান। 

এবারও তিনি ভোটে দাঁড়াচ্ছিলেন। তেমনই কথা ছিল। কিন্তু ৪৫ বছরের বিজেন্দ্র যাদব ওরফে পাপ্পুর সেই ইচ্ছা পূরণ হল না। দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে তাদের অনুমান নির্বাচনী প্রতিদ্বন্দিতা এবং জমি নিয়ে বিরোধের কারণে এই ঘটনা। এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বিজেন্দ্র যাদব নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন সেরা গাঁওয়ের কাছে তাঁকে গুলি করা হয়। বেশ কয়েক জন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বিএইচইউ ট্রমা সেন্টারে। কিন্তু কোন লাভ হয়নি। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ২৬ মার্চ ভোটের দিনক্ষণ সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। সেই তালিকা বলছে, সেখানে চার দফায় এবার পঞ্চায়েত ভোট হবে। প্রথম ভোট ১৫ এপ্রিল। তার পর আরও তিন দফায় ভোট নেওয়া হবে। সেগুলি হল ১৯, ২৬ এবং ২৯ এপ্রিল। আর ফলাফল প্রকাশিত হবে ২ মে।

উল্লেখ্য়, বাংলা-সহ ৫ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে ওইদিন, অর্থাৎ ২ মে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ৩ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শুরু হয়ে গিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement