Uttar Pradesh Masjid : সম্ভলে অবৈধ মসজিদে চালানো হল বুলজোডার, মোতায়েন প্রচুর পুলিশ

উত্তরপ্রদেশের সম্ভলে মসজিদে বুলডোজার চালানো হল। অভিযোগ, অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল সেই মসজিদ। সেজন্য তা ভাঙা হচ্ছে। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

Advertisement
সম্ভলে অবৈধ মসজিদে চালানো হল বুলজোডার, মোতায়েন প্রচুর পুলিশ uttar pradesh
হাইলাইটস
  • সম্ভলে অবৈধ মসজিদ ভাঙল পুলিশ
  • পুকুর বুজিয়ে তা নির্মাণকরা হয়েছিল

উত্তরপ্রদেশের সম্ভলে মসজিদে বুলডোজার চালানো হল। অভিযোগ, অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল সেই মসজিদ। সেজন্য তা ভাঙা হচ্ছে। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বহু সংখ্যক সরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্ভলের রাই বুজুর্গ গ্রামে একটি পুকুরকে অবৈধভাবে বুজিয়ে সেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সেজন্য তা ভাঙার সিদ্ধান্ত। মসজিদ ভাঙা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে, সেই আশঙ্কায় আশেপাশে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। আগে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছিল, এই দিন স্থানীয় বাসিন্দারা যাতে বাড়ি থেকে না বের হন। মসজিদ ভাঙা আটকাতে গেলে কঠোর পদক্ষেপ করা হবে। গ্রামবাসীদের সচেতন করতে একদিন প্রশাসন তাদের সঙ্গে বৈঠকেও বসে। 

পুলিশের তরফে জানানো হয়েছে, মসজিদটি ১০ বছর আগের। রাজস্ব বিভাগের একটি দল এক মাস আগে মসজিদটি পরিদর্শন করে। তারপরই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে, ২০২১ সালে প্রশাসনের তরফে বারাবাঁকি জেলার "তহসিল ওয়ালি মসজিদ"ও ভেঙে ফেলা হয়েছিল অবৈধ নির্মাণের অভিযোগেই। সম্ভলেও মাস তিনেক আগে রাজা-ই-মুস্তফা মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। কারণ, মসজিদের উপরে ৪০ ফুট উঁচু একটি মিনার তৈরি করা হয়েছিল। প্রশাসন ১৯ জুন পর্যন্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য মসজিদ কমিটিকে সময় দিয়েছিল, কিন্তু কমিটি সময়মতো তা করেনি। তারপরই প্রশাসন মসজিদে হাত দেয়। 
 

 

POST A COMMENT
Advertisement