scorecardresearch
 

Uttarkashi Tunnel Collapse: সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সম্ভবত আগামিকালই উদ্ধার, বড় আপডেট

উদ্ধারকারীরা সুড়ঙ্গের উপরে পাহাড় কেটে একটি উলম্ব ড্রিলিং প্ল্যাটফর্মের জন্য জায়গা তৈরি করেছে। এছাড়াও, টানেলের মুখের বাম দিক থেকে বিদ্যমান টানেলের সঙ্গে লম্বভাবে একটি মাইক্রো টানেল নির্মাণের পরিকল্পনা চলছে, যদিও এই প্রক্রিয়াটি যথেষ্ট সময় নেবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
উত্তরকাশী সুড়ঙ্গে চলছে উদ্ধারকাজ উত্তরকাশী সুড়ঙ্গে চলছে উদ্ধারকাজ
হাইলাইটস
  • অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা
  • কীভাবে চলছে উদ্ধারকাজ?
  • পোলাও, মটর পনির, রুটি পাঠানো হয়েছে

১১ দিন পর অবশেষে আশার আলো। সব কিছু ঠিক থাকলে, উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবারের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে।  ইন্ডিয়া টুডে-কে জানালেন সরকারের উচ্চপদস্থ কর্তা। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিও।

 অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা

মঙ্গলবার থেকেই ড্রিল করা শুরু হয়েছে। এখনও পর্যন্ত খবর, আটকে পড়া শ্রমিকদের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। তবে খুব সাবধানে ড্রিল করতে হচ্ছে, কারণ পাহাড়ি ধস নামলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। গত ১৭ নভেম্বর থেকে টানা বন্ধ ছিল উদ্ধারকাজ। ধসের মধ্যে ৩৯ মিটার ড্রিল করে ফেলেছিলেন উদ্ধারকারীরা। কিন্তু হঠাত্‍ ধস নামার পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়।

আরও পড়ুন

উত্তরকাশীতে চলছে উদ্ধারকাজ-- পিটিআই
উত্তরকাশীতে চলছে উদ্ধারকাজ-- পিটিআই

প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, '৩৯ মিটার ড্রিল করা সম্ভব হয়েছে। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে। আমি আটকে পড়া শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। সবার আত্মবিশ্বাস তুঙ্গে। আশা করছি, এবার সাফল্য আসবেই।'

কীভাবে চলছে উদ্ধারকাজ?

উদ্ধারকারীরা সুড়ঙ্গের উপরে পাহাড় কেটে একটি উলম্ব ড্রিলিং প্ল্যাটফর্মের জন্য জায়গা তৈরি করেছে। এছাড়াও, টানেলের মুখের বাম দিক থেকে বিদ্যমান টানেলের সঙ্গে লম্বভাবে একটি মাইক্রো টানেল নির্মাণের পরিকল্পনা চলছে, যদিও এই প্রক্রিয়াটি যথেষ্ট সময় নেবে বলে আশা করা হচ্ছে।

পোলাও, মটর পনির, রুটি পাঠানো হয়েছে

শ্রমিকদের পাইপের মাধ্যমেই খাবার পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে পাঠানো হয়েছে নিরামিষ পোলাও, মটর পনির, রুটি ও মাখন। যাতে সহজেই হজম হয়, তার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় ওই খাবার। ৬ ইঞ্চির পাইপের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে। সঞ্জিত রানা নামে এক রাঁধুনি বলেন,'চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত রান্না করেছি। হজম করতে অসুবিধা হবে না এমন খাবারই রান্নার নির্দেশ দেওয়া হয়েছিল। কম তেলমশলা দিয়ে তাই ভেজ পোলাও এবং মটর পনির রান্না করেছি। মাখন দিয়ে রুটিও বানিয়েছি।'

Advertisement

Advertisement