বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)-র কারখানায় এই বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ উন্মোচন করেন তিনি। বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছিলেন যে কোচটিকে আরও চালানোর আগে আগামী ১০ দিন পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। বন্দে ভারত ট্রেন তিনটি সংস্করণে আসে-চেয়ার কার, স্লিপার এবং মেট্রো।
আজ অবধি, সরকার বন্দে ভারত ট্রেনের চেয়ার কার সংস্করণ চালু করেছে। এবার আসতে চলেছে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনে বার্থে ঘুমিয়ে দীর্ঘ দূরত্ব সফর করতে পারবেন যাত্রীরা। রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে বলে আশা করা হচ্ছে।
বন্দে ভারত স্লিপার ট্রেনে কী কী সুবিধা
নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতেমোট ১৬টি কোচ এবং ৮২৩টি বার্থ থাকবে। তার মধ্য়ে ১১টি 3AC কোচ (৬১১টি বার্থ), ৪টি 2AC কোচ (১৮৮টি বার্থ) এবং ১টি 1AC কোচ (২৪টি বার্থ) থাকবে।