MGNREGA New Name: 'মনরেগার' এখন থেকে 'বিবি জি রাম জি' নামের সঙ্গে আর কী কী বদলাচ্ছে বিলে?

MGNREGA New Name: বনাঞ্চলের তফসিলি উপজাতি পরিবার বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত ৫০ দিনের কাজের সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই কাজ কোনও ব্যক্তিগত সম্পত্তির উপর করা যাবে না।

Advertisement
'মনরেগার' এখন থেকে 'বিবি জি রাম জি'  নামের সঙ্গে আর কী কী বদলাচ্ছে বিলে?

MGNREGA New Name: কেন্দ্র সরকার গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বড় বদলের পথে হাঁটতে চলেছে। মনরেগা (MGNREGA) আইনের বদলে আনা হতে পারে নতুন VB-G RAM G বিল, যার পূর্ণ নাম Developed India Guarantee for Employment and Livelihood Mission (Rural)। শীতকালীন সংসদ অধিবেশনেই এই বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন প্রস্তাবে গ্রামীণ পরিবারগুলির জন্য কাজের দিন বাড়ানোর কথা বলা হয়েছে। মনরেগায় যেখানে বছরে ১০০ দিনের কাজের গ্যারান্টি ছিল, সেখানে VB-G RAM G বিলে তা বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে গ্রামীণ শ্রমিকদের আয় ও কাজের সুযোগ বাড়বে বলে দাবি কেন্দ্রের।

শুধু তাই নয়, বনাঞ্চলের তফসিলি উপজাতি পরিবার বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য অতিরিক্ত ৫০ দিনের কাজের সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই কাজ কোনও ব্যক্তিগত সম্পত্তির উপর করা যাবে না।

মজুরি প্রদানের ক্ষেত্রেও কিছু নিয়ম স্পষ্ট করা হয়েছে। নতুন বিল অনুযায়ী শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে বা সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের পরে টাকা না পেলে আগের মতোই প্রতিদিন ০.০৫ শতাংশ হারে ক্ষতিপূরণ পাওয়ার বিধান বজায় থাকবে। মজুরি হারও মনরেগার মতোই রাখা হচ্ছে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে অর্থ বরাদ্দে। এতদিন মনরেগায় কেন্দ্র সরকার ১০০ শতাংশ খরচ বহন করত। কিন্তু নতুন ব্যবস্থায় সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে ৬০:৪০ অনুপাতে কেন্দ্র ও রাজ্যকে খরচ ভাগ করে নিতে হবে। উত্তর-পূর্ব ও পাহাড়ি রাজ্যগুলির ক্ষেত্রে এই অনুপাত হবে ৯০:১০। অতিরিক্ত আর্থিক দায় রাজ্যগুলিকেই নিতে হবে।

এছাড়াও প্রস্তাবিত বিলে রাখা হয়েছে ব্রেক পিরিয়ডের ব্যবস্থা। রাজ্য সরকারগুলি আর্থিক বছরের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের ব্রেক ঘোষণা করতে পারবে, বিশেষ করে বপন ও কাটার মরশুমে। এর ফলে কৃষিকাজে শ্রমিকের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সব মিলিয়ে মনরেগার পরিবর্তে আসতে চলা এই নতুন বিল গ্রামীণ কর্মসংস্থানের কাঠামোয় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement