Vice President: ভারতের উপরাষ্ট্রপতির মাইনে শূন্য, তাহলে কীভাবে সংসার চলে? জানুন

দেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ। কিন্তু এই পদে গুরুদায়িত্ব পালন করলেও এক টাকাও বেতন পাবেন না তিনি। কেন উপরাষ্ট্রপতি পদের বেতন শূন্য, জানেন?

Advertisement
 ভারতের উপরাষ্ট্রপতির মাইনে শূন্য, তাহলে কীভাবে সংসার চলে? জানুনসিপি রাধাকৃষ্ণণ
হাইলাইটস
  • এক টাকাও মাইনে পান না দেশের উপরাষ্ট্রপতি
  • গুরুদায়িত্ব পালন করলেও কেন তাঁর বেতন শূন্য?
  • সিপি রাধাকৃষ্ণণের কাঁধে কী কী দায়িত্ব?

ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করলেন সিপি রাধাকৃষ্ণণ। উপরাষ্ট্রপতি নির্বাচনে INDIA জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। এদিন সকাল ১০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে এবার কী কী দায়িত্ব পালন করতে হবে সিপি রাধাকৃষ্ণণকে। আর এর জন্য তিনি কোনও বেতনই বা কেন পাবেন না? 

কেন বেতন শূন্য উপরাষ্ট্রপতির?
উপরাষ্ট্রপতি পদের জন্য কোনও বেতন ধার্য নেই। উপরাষ্ট্রপতি সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সেই দায়িত্বের জন্য তিনি প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে পান। 

উপরাষ্ট্রপতির কী কী সুযোগ-সুবিধা?
ভারতের উপরাষ্ট্রপতি বিলাসবহুল বাংলো, সরকারি বুলেটপ্রুফ গাড়ি, Z+ নিরাপত্তা এবং দেশ-বিদেশে বিনামূল্যে যাওয়ার সুযোগ সুবিধা পান। এছাড়াও তাঁর চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি। এমনকী পদ ছাড়লেও এই সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হন না উপরাষ্ট্রপতি। আজীবন থাকার জন্য বাংলো, সুরক্ষা এবং চিকিৎসা পরিষেবা পান উপরাষ্ট্রপতি। এছাড়ও অবসরের পর প্রতি মাসে পেনশনও দেওয়া হয়। তবে সেটি পাওয়া যায় রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে। এই অঙ্ক বেতনের অর্ধেকের সমান। অর্থাৎ ২ লক্ষ টাকা। এছাড়াও উপরাষ্ট্রপতির থাকে ব্যক্তিগত সচিব। উপরাষ্ট্রপতির প্রয়াণ ঘটলে তাঁর স্ত্রীও বাংলো সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি পাবেন। 

কী দায়িত্ব উপরাষ্ট্রপতির?
একাধিক দায়িত্ব থাকে উপরাষ্ট্রপতির কাঁধে। প্রথমত, তিনি রাজ্যসভার চেয়ারম্যান। যেখানে তিনি সংসদীয় কার্যকলাপের তত্ত্বাবধানে থাকেন। এছাড়াও মৃত্যু, পদত্যাগ কিংবা অসুস্থতার জন্য রাষ্ট্রপতি পদ ফাঁকা হলে তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালান। তবে সে সময়ে রাজ্যসভার চেয়ারম্যান পদের দায়িত্ব তিনি আর সামলাতে পারবেন  না। 

রাজ্যসভার চেয়ারম্যান
উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সংসদের কার্যনির্বাহ পরিচালনা করেন তিনি। তবে রাজ্যসভার চেয়ারম্যান হলেও তিনি সংসদের সদস্য নন। সে কারণে সংসদের কোনওরকম নির্বাচন প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারেন না। তবে কোনও নির্বাচনে মতামতের ক্ষেত্রে টাই হলে তিনি নিজের নির্ণায়ক মত দিতে পারেন। 

Advertisement

রাষ্ট্রপতি হিসেবে কী কাজ?
রাষ্ট্রপতি পদে অস্থায়ী ভাবে কাজ চালানোও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। মৃত্যু, পদত্যাগ কিংবা পদচ্যুত হলে রাষ্ট্রপতি পদে বসতে পারেন উপরাষ্ট্রপতি। তবে এই পদ অস্থায়ী এবং ছ'মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সংঘটিত করতে হয়। ততদিন পর্যন্ত কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালান উপরাষ্ট্রপতি। সে সময়ে তিনি অবশ্য রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন না। 
 

 

POST A COMMENT
Advertisement