Vijay Over Karur Stampede: পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্র? মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বিজয়ের

করুরে পদদলিত হয়ে কয়েকজন আহত হওয়ার ঘটনার পর মুখ খুললেন তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-র নেতা ও অভিনেতা বিজয়। এক ভিডিও বার্তায় তিনি এই দুর্ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, পুলিশ অনুমতি থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল।

Advertisement
পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্র? মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বিজয়ের
হাইলাইটস
  • করুরে পদদলিত হয়ে কয়েকজন আহত হওয়ার ঘটনার পর মুখ খুললেন তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-র নেতা ও অভিনেতা বিজয়।
  • এক ভিডিও বার্তায় তিনি এই দুর্ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, পুলিশ অনুমতি থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল।

করুরে পদদলিত হয়ে কয়েকজন আহত হওয়ার ঘটনার পর মুখ খুললেন তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-র নেতা ও অভিনেতা বিজয়। এক ভিডিও বার্তায় তিনি এই দুর্ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, পুলিশ অনুমতি থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল।

বিজয় জানান, তিনি গভীরভাবে মর্মাহত এবং তার সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, 'আমরা যথাযথ অনুমতি নিয়ে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই সভার আয়োজন করেছিলাম। তবুও এমন দুর্ঘটনা ঘটল। আমি আমার সমর্থকদের পাশে আছি এবং আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, 'আমরা পাঁচ মাস ধরে প্রচার করছি, কিন্তু কেন শুধুমাত্র করুরেই এমন ঘটনা ঘটল? মানুষ সবকিছু দেখছে।'

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী মহোদয়, যদি প্রতিশোধ নিতে চান, তবে আমার সঙ্গে নিন। আমার সমর্থকদের আঘাত দেবেন না। আমি হয় বাড়িতে থাকব, নয়তো অফিসে। আমাকে যা করতে চান করুন।'

বিজয় তার সমর্থকদের বিরুদ্ধে এফআইআরে নাম জড়ানোরও বিরোধিতা করেন এবং বলেন, 'আমাদের কোনও ভুল নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের নাম খারাপ করা হচ্ছে।'

 

TAGS:
POST A COMMENT
Advertisement