বিহারের পূর্ণিয়া জেলার মুফাসিল থানা এলাকার তেতগামা গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ডাইনি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্যকে বেধড়ক মারধর করে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত গ্রামবাসীরা। নিহতরা হলেন, বাবুলাল ওঁরাও, সীতা দেবী, মনজিৎ ওঁরাও, রানিয়া দেবী ও তপাতো মোসমাত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামেরই এক ব্যক্তির সন্তান রহস্যজনকভাবে মারা যায় এবং অপর পুত্র অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা তা ‘তন্ত্র-মন্ত্র’ ও ‘ডাইনি’ কর্মকাণ্ডের ফল বলেই ধরে নেয়। এরপরই তারা ওই পরিবারকে নিশানা করে। পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দেয় পাঁচজনকে। ঘটনার পর থেকেই এলাকায় প্রবল আতঙ্ক তৈরি হয়েছে, অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন।
ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম নিয়ে কাজ শুরু করেছে। কাছের পুকুর থেকে চারটি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত নকুল কুমারকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি জনতাকে উস্কে দেওয়ার মূল অভিযুক্ত বলে দাবি।
নিহত পরিবারের একমাত্র জীবিত সদস্য ললিত কুমার জানিয়েছেন, 'আমার গোটা পরিবারকে ডাইনি অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তারপর দেহগুলি পুকুরে ফেলে দেওয়া হয়।' পুলিশ এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত করতে পারেনি, কারণ প্রত্যক্ষদর্শী শিশুটি মানসিক ভাবে বিধ্বস্ত।
पूर्णिया में एक ही परिवार के 5 लोगों को जिंदा जलाकर मार दिया।
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 7, 2025
DK Tax के कारण बिहार में अराजकता चरम पर, DGP/CS बेबस, कानून व्यवस्था ध्वस्त
परसों सिवान में 3 लोगों की नरसंहार में मौत।
विगत दिनों बक्सर में नरसंहार में 3 की मौत।
भोजपुर में नरसंहार में 3 की मौत।
अपराधी सतर्क,…
এই বর্বরতার তীব্র নিন্দা করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে নিশানা করে বলেছেন, 'অপরাধীরা সক্রিয়, মুখ্যমন্ত্রী অচেতন। ডিএনএ সরকার শুধু ভাগ করছে, পুলিশের অবস্থা শোচনীয়।'