ভারত সফরে আসছেন পুতিন।৪-৫ ডিসেম্বর দু'দিনের ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, এই সফরে বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, মিডিয়া এবং সংস্কৃতি সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং সমঝোতা হতে পারে। পুতিনের এই সফরকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার একটি সুযোগ হিসেবে দেখছে কূটনৈতিক মহলের একাংশ।
ভারত-রাশিয়া সামরিক সমঝোতার ২৫তম বার্ষিকীতে পুতিনের এই সফর। দুই দেশের মধ্যে ২৩তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হতে চলেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর এটিই হতে চলেছে প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছনোর কথা পুতিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারি বাসভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন। ৫ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে প্রেসিডেন্ট পুতিনকে। তিন বাহিনীর 'গার্ড অফ অনার' দেওয়া হবে তাঁকে।
রাজঘাটে মহাত্মা গান্ধীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন পুতিন। তারপর মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের হবে হায়দরাবাদ হাউসে। ওই বৈঠকের পর গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা। তারপর দুই নেতার সাংবাদিক বৈঠক।
পুতিনের সফর শুরু হওয়ার আগে ক্রেমলিন জানিয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি নিয়ে ভারতের উদ্বেগের নিরসন করতে রাজি রাশিয়া। রাশিয়ান কর্তারা ইঙ্গিত দিয়েছেন, ছোট মডুলার পারমাণবিক চুল্লি, জ্বালানি সরবরাহ এবং প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা নিয়েও আলোচনা হবে। তৃতীয় দেশের চাপ থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য রক্ষা করার জন্য একটি ব্যবস্থা চালু করার প্রস্তাবও রয়েছে মস্কোর।
৫ ডিসেম্বর সন্ধ্যায় পুতিনের সম্মানে একটি ভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ৩০ ঘন্টা ভারতে সময় কাটাবেন পুতিন। রাতেই তাঁর বিমান উড়ে যাবে মস্কোর উদ্দেশে।