কেরলের ওয়েনাডে বিধ্বংসী ভূমিধসে এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিপুল সংখ্যক মানুষ এখনও নিখোঁজ। এই ভয়ানক বিপর্যয়ের মধ্যে রয়েছে একটি মন ভাল করা খবরও। ওয়েনাডে বনকর্মীদের ৮ ঘন্টার কঠিন অভিযানের পরে এক প্রত্যন্ত উপজাতির ৬ শিশুকে উদ্ধার করা হয়েছে।
এই উদ্ধার অভিযানের প্রতিক্রিয়ায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'বনকর্তাদের এই প্রচেষ্টাই আমাদের মনে করিয়ে দেয়, সংকটের অন্ধকারেও, কেরলের প্রাণশক্তি উজ্জ্বল। আমরা ঐক্যবদ্ধভাবে ওয়েনাডকে পুনর্গঠন করব এবং আরও শক্তিশালী হয়ে উঠব।'
কালপেট্টা রেঞ্জের বনকর্তা বৃহস্পতিবার হাশিসের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালা। উপজাতি পরিবারকে বাঁচাতে বনের ভেতরের বিপজ্জনক পথ অতিক্রম করে উদ্ধার অভিযান চালান তাঁরা। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে আদিবাসী সম্প্রদায়ের এক থেকে চার বছর বয়সী চার শিশু রয়েছেন।
জঙ্গলের ভিতরে একটি পাহাড়ে আটকা পড়েছিল
ওয়েনাডের পানিয়া সম্প্রদায়ের অন্তর্গত এই পরিবার পাহাড়ের চূড়ায় একটি গুহায় আটকা পড়েছিল। তার পাশেই একটি গভীর খাদ ছিল। সেখানে পৌঁছতে উদ্ধারকারী টিমের সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, হাশিস বলেন, তিনি বৃহস্পতিবার মা এবং চার বছর বয়সী শিশুকে বনাঞ্চলের কাছে ঘুরে বেড়াতে দেখেছেন। অনুসন্ধানে জানতে পারেন, তাঁর আরও তিন সন্তান এবং তাঁদের বাবা খাবারদাবার ছাড়াই একটি গুহায় আটকা পড়ে রয়েছেন।
হাশিস বলেন, এই পরিবার উপজাতীয় সম্প্রদায়ের একটি বিশেষ অংশের অন্তর্গত। এঁরা সাধারণত বহিরাগতদের সংস্পর্শ এড়িয়ে চলেন। তিনি বলেন, 'ওঁরা সাধারণত বনজ পণ্যের উপর নির্ভর করেন। সেগুলি স্থানীয় বাজারে বিক্রি করে ধান কেনেন। তবে মনে হচ্ছে, ভূমিধস ও ভারী বৃষ্টির কারণে ওঁরা কোনও খাবার পাননি।'
পাথরে উঠতে দড়ি
ফরেস্ট রেঞ্জ অফিসার জানান, ভারী বৃষ্টির মধ্যে পিচ্ছিল এবং খাড়া পাথরে দড়ি বেয়ে তাঁদের উঠতে হয়েছিল। হাশিস বলেন, 'বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের সঙ্গে যা কিছু খাবার নিয়েছিলাম সেগুলো খাওয়ালাম। পরে, অনেক বোঝানোর পর, তাঁদের বাবা আমাদের সঙ্গে আসতে রাজি হন। আমরা বাচ্চাদের শরীরে কাপড় বেঁধে আবার যাত্রা শুরু করি।'
এরপর জঙ্গল-পাহাড়ের দীর্ঘ পথ পেরিয়ে তাঁরা আট্টমালায় তাঁদের স্থানীয় অফিসে ফিরে আসেন। এরপর সেখানে শিশুদের খাওয়ানো হয় এবং জামাকাপড় ও জুতো দেওয়া হয়। তিনি জানান, বর্তমানে তাঁদের সেখানেই রাখা হয়েছে। শিশুরা এখন নিরাপদে রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোশ্যাল মিডিয়ায় বন কর্তাদের চ্যালেঞ্জিং প্রচেষ্টার প্রশংসা করে ছবি শেয়ার করেছেন।
প্রশংসা করলেন সিএম বিজয়ন
পিনারাই বিজয়ন শুক্রবার 'এক্স'-এ লেখেন, 'ভূমিধস-বিধ্বস্ত ওয়েনাডে আমাদের সাহসী বন আধিকারিকদের ৮ ঘন্টার অক্লান্ত অভিযানের পরে, একটি প্রত্যন্ত উপজাতীয় বসতি থেকে ছয়টি মূল্যবান প্রাণ রক্ষা হয়েছিল।'
হাশিশের সঙ্গে সেকশন ফরেস্ট অফিসার, বি এস জয়চন্দ্রন, বিট ফরেস্ট অফিসার, কে অনিল কুমার এবং আরআরটি (র্যাপিড রেসপন্স টিম) মেম্বার অনুপ থমাস পরিবারটিকে উদ্ধার করতে সাত কিলোমিটারেরও বেশি ট্রেক করেছিলেন। বন বিভাগ ওয়ানাডের আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ সদস্যকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন।'
(পিটিআই ইনপুট সহ)