Bengal Flood Fund: বাংলাকে বন্যায় ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র, প্রয়োজনে আরও দেওয়ার আশ্বাস

বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে ৫,৮৫৮.৬০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল(SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

Advertisement
বাংলাকে বন্যায় ৪৬৮ কোটি টাকা দিল কেন্দ্র, প্রয়োজনে আরও দেওয়ার আশ্বাসএক নজরে দেখে নিন কোন রাজ্যকে কত টাকা বরাদ্দ কেন্দ্রের।

West Bengal gets 468 Crore for Flood Relief: বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে ৫,৮৫৮.৬০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল(SDRF) এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল (NDRF) থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি তা দেখতে পশ্চিমবঙ্গ এবং বিহারে শীঘ্রই কেন্দ্রীয় দল পাঠানো হবে। মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পর NDRF থেকে আরও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।

কোন রাজ্যকে কত টাকা?

রাজ্য টাকা (কোটি)
মহারাষ্ট্র ১,৪৯২
অন্ধ্রপ্রদেশ ১,০৩৬
অসম ৭১৬
বিহার ৬৫৫.৬০
গুজরাট ৬০০
পশ্চিমবঙ্গ ৪৬৮
তেলেঙ্গানা ৪১৬.৮০

এছাড়াও, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। এনডিআরএফ, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর জওয়ানরা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবেন। সেখানে উদ্ধার ও ত্রাণের কাজ চালাবেন।

পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাট, বিহার এবং তেলেঙ্গানার জন্যও অর্থ বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের 'উদাসীনতা'র অভিযোগ তুলেছিলেন। এমনই আবহে রাজ্যের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্র।

চলতি বছর এখনও পর্যন্ত ২১টি রাজ্যকে মোট ১৪,৯৫৮ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

POST A COMMENT
Advertisement