সোমবার সুপ্রিম কোর্টে SIR নিয়ে দায়ের হওয়া মামলার শুনানির আগেই পাল্টা হলফনামা দিল কমিশন। SIR এ বিপুল পরিমাণে ভোটারের নাম বাদ যায়নি। পুরোটাই বাড়িয়ে দাবি করা হচ্ছে। এমনটাই বলছে নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে SIR নিয়ে দায়ের হওয়া মামলার শুনানির আগেই পাল্টা হলফনামা দিল কমিশন। তাতে স্পষ্ট জানিয়ে দিল, 'বিপুল হারে ভোটারের নাম বাদ যাওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা অনেকটাই বাড়িয়ে দেখানো' হয়েছে। কমিশনের দাবি, এসব অভিযোগের পিছনে ‘নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ’ রয়েছে।
নির্বাচন কমিশনের বক্তব্য, SIR কোনও নতুন কিছু নয়। বরং এটি সংবিধানসম্মত, অতি সাধারণ একটি ব্যাপার। বহু দশক ধরেই এভাবে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে। আর সেই কারণে SIR নিয়ে সুপ্রিম কোর্ট গত ২৪ জুন এবং ২৭ অক্টোবর যে নির্দেশ দিয়েছে, তাও একেবারে বৈধ বলে দাবি কমিশনের।
আদালতে জমা দেওয়া হলফনামায় কমিশন জানায়, ভোটার তালিকায় যাতে কোনও সমস্যা না থাকে, সেদিকে নজর রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। সংবিধান অনুসারেই তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
কমিশনের দাবি, রাজ্যের ৯৯.৭৭ শতাংশ ভোটারকে ইতিমধ্যেই প্রি ফিল্ড এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে। তার মধ্যে ৭০.১৪ শতাংশ ফর্ম ভরে ফেরতও এসে গিয়েছে। বুথ লেভেল অফিসাররা(BLO) প্রতিটি বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিচ্ছেন। ফিলআপের পর তা সংগ্রহও করছেন। বাড়ি বন্ধ থাকলে তিন দফায় নোটিস রেখে আসাও বাধ্যতামূলক বলে জানায় কমিশন। প্রবীণ, বিশেষভাবে সক্ষম ইত্যাদি ভোটারদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।