'পশ্চিমবঙ্গ কোনও কারণ ছাড়াই আলু সাপ্লাই বন্ধ করে দিয়েছে।' রবিবার এমনই দাবি করলেন ওড়িশার মন্ত্রী। সম্প্রতি বাংলায় আলুর দাম নিয়ন্ত্রণের জন্য ভিনরাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই নীতি পুনর্বিবেচনার দাবি তুলছে ওড়িশা। সেখানকার খাদ্য সরবরাহ ও ভোক্তা সুরক্ষা মন্ত্রী কেসি পাত্রের কথায়, 'পশ্চিমবঙ্গে ৭ লক্ষ মেট্রিক টন আলুর মজুদ রয়েছে। এদিকে তাদের চাহিদা ৫ লক্ষ মেট্রিক টন। অতিরিক্ত ২ লক্ষ মেট্রিক টন আলু প্রতিবেশী রাজ্যগুলিতে সরবরাহ করাই যায়। কিন্তু পশ্চিমবঙ্গ কোনও কারণ ছাড়াই সরবরাহ বন্ধ করে দিয়েছে।'
শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন, 'পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে আলু সরবরাহ না করলে চাষিরা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন।'
তাঁর ব্যাখ্যা, 'কোনও রাজ্যে ধান বেশি হতে পারে, আবার কোনও রাজ্যে বেশি পেঁয়াজ। এই অতিরিক্ত খাদ্যশস্য প্রয়োজনীয় রাজ্যগুলিতে সরবরাহ করা উচিত।'
কিন্তু ওড়িশা এখন আলু কোথা থেকে পাবে?
উত্তরপ্রদেশ থেকে আলু আনার ব্যবস্থা করেছে ওড়িশা। সোমবার উত্তরপ্রদেশ থেকে ৩০০ ট্রাক আলু আসছে বলে জানিয়েছেন মন্ত্রী কেসি পাত্র।
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে আলু সরবরাহ বন্ধ হওয়ায় ওড়িশা সরকার উত্তরপ্রদেশ থেকে সংগ্রহ শুরু করেছে। ২ ডিসেম্বরের মধ্যে আলু ওড়িশায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকার মধ্যে নামিয়ে এনেছি। সোমবারের পর এই দাম আরও কমে যাবে।'
আলুর কালোবাজারি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, 'যারা রাজ্যে আলুর কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'