First Bullet Train India: কবে দেশের মাটিতে দৌড়বে প্রথম বুলেট ট্রেন? ডেট জানিয়ে দিলেন রেলমন্ত্রী

অনেক দিন ধরেই বুলেট ট্রেনের অপেক্ষা করছে দেশবাসী। আর অবশেষে সেই দিনটার ঘোষণা হয়ে গেল, যে দিন থেকে ভারতের বুকে যাত্রা শুরু করবে বুলেট ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুলেট ট্রেনের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। ২০২৭ সালের ১৫ অগাস্ট থেকে এই ট্রেন একবারে যাত্রার জন্য তৈরি হয়ে যাবে। তার কিছু দিন পর থেকেই যাত্রীদের নিয়ে দৌড়বে ভারতের বুলেট ট্রেন।

Advertisement
কবে দেশের মাটিতে দৌড়বে প্রথম বুলেট ট্রেন? ডেট জানিয়ে দিলেন রেলমন্ত্রী প্রথম বুলেট ট্রেন
হাইলাইটস
  • অনেক দিন ধরেই বুলেট ট্রেনের অপেক্ষা করছে দেশবাসী
  • বুলেট ট্রেনের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে
  • তার কিছু দিন পর থেকেই যাত্রীদের নিয়ে দৌড়বে ভারতের বুলেট ট্রেন

অনেক দিন ধরেই বুলেট ট্রেনের অপেক্ষা করছে দেশবাসী। আর অবশেষে সেই দিনটার ঘোষণা হয়ে গেল, যে দিন থেকে ভারতের বুকে যাত্রা শুরু করবে বুলেট ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুলেট ট্রেনের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। ২০২৭ সালের ১৫ অগাস্ট থেকে এই ট্রেন একবারে যাত্রার জন্য তৈরি হয়ে যাবে। তার কিছু দিন পর থেকেই যাত্রীদের নিয়ে দৌড়বে ভারতের বুলেট ট্রেন।

রেলমন্ত্রী আরও নির্দিষ্ট করে জানিয়েছেন যে বুলেট ট্রেনের যাত্রা একবারে পুরো রুটে শুরু হবে না। বরং ধাপে ধাপে চালু করা হবে। এর ফলে প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা থেকে শুরু করে সুরক্ষা এবং যাত্রীদের সুবিধার মতো বিষয়গুলি ভালভাবে যাচাই করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

কোথায় চলবে?

দেশের প্রথম বুলেট ট্রেন বলে কথা। তাই এর রুট নিয়ে আলাদা করে আগ্রহ থাকবেই। আর রেলমন্ত্রী জানিয়েছেন যে দেশের প্রথম বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত। তারপর ভাপি থেকে সুরাট পর্যন্ত, ভাপি থেকে আহমেদাবাদ পর্যন্ত এবং থানে থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে হাই স্পিড ট্রেন। আর শেষ দফায় মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে বুলেট ট্রেন।

যাত্রীদের সুবিধা হবে

বুলেট ট্রেন মানেই তীব্র গতি। কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। তবে শুধু গতি দিয়েই বুলেট ট্রেনকে মাপলে চলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই ট্রেনগুলি পরিবেশ বান্ধব।

এখানেই শেষ নয়, এই ট্রেনগুলি অত্যন্ত সুরক্ষিত। পাশাপাশি কোচগুলি ভীষণভাবে যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে তৈরি। এই সব কোচে বিশ্বমানের সব সুযোগ-সুবিধা মিলবে। তাই তো বুলেট ট্রেনকে ঘিরে সাধারণ মানুষের মনে আগ্রহ রয়েছে তুঙ্গে। অধিকাংশ রেল প্রেমীই তাকিয়ে রয়েছেন ২০২৭ সালের দিকে।

রেলমন্ত্রীর তরফে জানান হয়েছে মুম্বই থেকে আহমেদাবাদ রুটের এই ট্রেনের প্রোজেক্টটি ৫০৮ কিমি লম্বা। আর এই লাইনের মধ্যে দিয়ে যাওয়া ট্রেনগুলি ঘণ্টায় ৩২০ কিমি বেগে চলতে পারবে। যখন পুরো করিডর একবারে চালু হয়ে যাবে, তখন মুম্বই থেকে আহমেদাবাদ মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিটে পৌঁছে যাওয়া যাবে।

Advertisement

আসলে বুলেট ট্রেনের জন্য প্রয়োজন হয় হাই স্পিড করিডরের। আর দেশের প্রথম হাই স্পিড করিডর তৈরি হচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বই।

এই প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। প্রথমে কথা ছিল ২০২৩ সালের মধ্যে চালু হয়ে যাবে পরিষেবা। তবে সেটা সম্ভব হয়নি। বরং ২০২৭ সালে বুলেট ট্রেন চলবে বলে মনে করা হচ্ছে।

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই চালু হয়ে যাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে বলে জানান হয়েছে। আর এই ঘোষণার পরই বুলেট ট্রেন চালুর বিষয়েও খবর এল। যার ফলে রেলপ্রেমীরা বেশ আনন্দেই রয়েছেন।

 

POST A COMMENT
Advertisement