scorecardresearch
 

Rahul Gandhi : 'আমি রাহুল গান্ধীকে মেরে ফেলেছি', কেন বললেন রাগা

বিস্ফোরক কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার হরিয়ানায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, আপনাদের মনের মধ্যে থাকা রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি। পরে তাঁর গোটা বক্তব্যে বিষয়টির খোলসা হয়। নিজের ইমেজ নিয়ে বলতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন। 

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • বিস্ফোরক কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
  • সোমবার হরিয়ানায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, আপনাদের মনের মধ্যে থাকা রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি।

বিস্ফোরক কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার হরিয়ানায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, আপনাদের মনের মধ্যে থাকা রাহুল গান্ধীকে আমি মেরে ফেলেছি। পরে তাঁর গোটা বক্তব্যে বিষয়টির খোলসা হয়। নিজের ইমেজ নিয়ে বলতে গিয়েই তিনি ওই মন্তব্য করেন।

 রাহুল বলেন, 'রাহুল গান্ধী আপকে দিমাগ মে হ্যায়, ম্যায় মার দিয়া উসকো। মেরে মন মে হ্যায় নাহি। গয়া ওহ। গয়া। জিস ব্যাক্তি কো আপ দেখ রহে হো, ওহ রাহুল গান্ধী নেহি হ্যায়। ওহ আপকো দিখ রাহা হ্যায়। অর্থাৎ, রাহুল গান্ধী আপনার মনে আছে, আমি তাকে মেরে ফেলেছি। সে আমার মনে নেই। সে চলে গেছে। আপনি যাকে দেখছেন তিনি রাহুল গান্ধী নন। 

রাহুল তাঁর বক্তব্যে সাংবাদিকদের অবাক হতে দেখে হিন্দু ধর্ম এবং ভগবান শিব সম্পর্কে পড়ার পরামর্শ দেন। বলেন, বাত না সামঝে আপ। ইয়ে রাহুল গান্ধী না হ্যায়। হিন্দু ধর্ম কো পড়ো থোড়া। শিব জি কো পড়ো থোড়া, সমজ আ জায়েগি বাত। হয়রান মত হো। রাহুল গান্ধী আপকে দিমাগ মে হ্যায়। মেরে দিমাগ মে হ্যায় হি নাহি। রাহুল গান্ধী বিজেপি কে দিমাগ মে হ্যায়। 

তাঁর আরও বক্তব্য, ছবি কা মুঝে কুছ লেনা-দেনা নেহি হ্যায়। ইমেজ মে মুজে কুছ আগ্রহ নাহি হ্যায়। জো ইমেজ আপ রখনা চাহতে হো, রাখ দো। আচ্ছি রাখনি হো, রাখ দো। খারাব রাখনি হো রাখ দো। ওহ আপকা হ্যায়, মেরা নাহি হ্যায়। কোই ফার্ক নেহি হ্যায় মুঝে। মুঝে আপনা কাম করনা হ্যায়। 

রাহুল আসলে বলেছেন, ইমেজের সঙ্গে তাঁর কোন সম্পর্ক নেই। আপনি যে ইমেজটি চান তা তৈরি করুন। ভাল বা খারাপ, এটি আপনার, আমার নয়। আমাকে আমার কাজ করতে হবে। 

Advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারত জোড়ো যাত্রা কংগ্রেসে একটি মাস্টারস্ট্রোক। এবং এই যাত্রায় রাজনীতিক রাহুল আরও পরিণত। তিনি নেতা হিসেবে আশা জাগাচ্ছেন। ধারালো হচ্ছে তাঁর বক্তব্য। 

আরও পড়ুন-হরিয়ানার কুরুক্ষেত্রে ব্রহ্মা সরোবরে আরতি রাহুল গান্ধীর

 

Advertisement