Taj Mahal Free Entry: পরপর তিনদিন ফ্রিতে ঢোকা যাবে তাজমহল, কবে? জানাল কর্তৃপক্ষ

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল দিল্লির আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজকে উৎসর্গ করে ধপধপে সাদা সৌধটি তৈরি করেছিলেন। আর এই আশ্চর্য সৌধটিকে দেখতে প্রতি বছরই লাখ লাখ মানুষ হাজির হন। তাঁরা টিকিট কেটে এর কোণা কোণায় পৌঁছে যান। উপলব্ধি করেন ইতিহাসের। অনুভব করেন বিরাট প্রেমের গাঁথা।

Advertisement
পরপর তিনদিন ফ্রিতে ঢোকা যাবে তাজমহল, কবে? জানাল কর্তৃপক্ষফ্রিতে ঘুরুন তাজমহল
হাইলাইটস
  • পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল দিল্লির আগ্রার তাজমহল
  • সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজকে উৎসর্গ করে ধপধপে সাদা সৌধটি তৈরি করেছিলেন
  • এই আশ্চর্য সৌধটিকে দেখতে প্রতি বছরই লাখ লাখ মানুষ হাজির হন

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল দিল্লির আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজকে উৎসর্গ করে ধপধপে সাদা সৌধটি তৈরি করেছিলেন। আর এই আশ্চর্য সৌধটিকে দেখতে প্রতি বছরই লাখ লাখ মানুষ হাজির হন। তাঁরা টিকিট কেটে এর কোণা কোণায় পৌঁছে যান। উপলব্ধি করেন ইতিহাসের। অনুভব করেন বিরাট প্রেমের গাঁথা।

আর আপনিও যদি দিল্লিতে গিয়ে তাজমহল দেখতে চান, তাহলে আপনার জন্যও রয়েছে ভাল খবর। কারণ, ৩ দিন বিনামূল্যেই প্রবেশ করা যাবে তাজমহল।

কবে ফ্রিতে ঢোকা যাবে তাজমহল?

এই বিষয়টা সম্পর্কে খোলসা করছেন তাজমহলের সুপারিন্টেন্ডেন্ট স্মিতা এস কুমার। তিনি জানান, আগামী ৩ দিন তাজমহলে ফ্রিতে ঢোকা যাবে।

নির্দিষ্ট সময়েই বিনামূল্যে প্রবেশ করা সম্ভব

১৫ এবং ১৬ জানুয়ারি দুপুর ২টো থেকে সন্ধে পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা সম্ভব হবে তাজমহল। আর ১৭ জানুয়ারি সারাদিন বিনামূল্যে তাজমহল প্রবেশ করা সম্ভব হবে।

মাথায় রাখতে হবে শুক্রবার বন্ধ থাকে তাজমহল। তবে সে দিন বিকেলে ২টোর পর থেকে সাধারণের জন্য খোলা থাকবে এই সৌধটি। সন্ধে পর্যন্ত খোলা থাকবে। এই সময় ভারত থেকে শুরু করে সারা বিশ্ব থেকে পর্যটকরা তাজমহল দর্শনে আসতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আসলে ইসলামী ক্যালেন্ডারের রাজাব মাসে সম্রাট শাহজাহানের উরস পালিত হয়। বিশ্বাস করা হয়, সম্রাট শাহজাহান ছিলেন আল্লার অন্যতম ন্যায়পরায়ণ সন্তান, সেই কারণেই তাঁর স্মৃতিতে প্রতি বছর এই উরসের আয়োজন করা হয়।

এই উরসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হল ১৭ জানুয়ারি পেশ করা 'সাতরঙি হিন্দুস্তানি চাদর'। এ বছর চাদরের দৈর্ঘ্য হবে ১৭২০ মিটার, যা গত বছরের তুলনায় ৮২ মিটারের বেশি।

খুদ্দাম-ই-রওজা কমিটির সভাপতি ৮২ বছর বয়সি হাজি তাহিরউদ্দিন তাহির গত ৪০ বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছেন।

POST A COMMENT
Advertisement