MOTN : INDIA ব্লকের রাশ কার হাতে দেখতে চান ভোটাররা, মমতা- রাহুল না অখিলেশ?

INDIA জোটের কোন নেতাকে সব থেকে বেশি পছন্দ করে সাধারণ মানুষ? রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অখিলেশ যাদব নাকি অরবিন্দ কেজরিওয়াল? সেই প্রশ্নের উত্তর মিলল ইন্ডিয়া টু এবং সি-ভোটারের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায়।

Advertisement
INDIA ব্লকের রাশ কার হাতে দেখতে চান ভোটাররা, মমতা- রাহুল না অখিলেশ? অখিলেশ, মমতা ও রাহুল
হাইলাইটস
  • INDIA জোটের কোন নেতাকে সব থেকে বেশি পছন্দ করে সাধারণ মানুষ?
  • রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অখিলেশ যাদব নাকি অরবিন্দ কেজরিওয়াল?

INDIA জোটের কোন নেতাকে সব থেকে বেশি পছন্দ করে সাধারণ মানুষ? রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অখিলেশ যাদব নাকি অরবিন্দ কেজরিওয়াল? সেই প্রশ্নের উত্তর মিলল ইন্ডিয়া টু এবং সি-ভোটারের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায়। এই সমীক্ষাটি করা হয়েছিল ৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এতে প্রায় ৩৬ হাজার লোকের মতামত নেওয়া হয়। 

INDIA ব্লকের নেতাদের মধ্যে রাহুল গান্ধীকে সবথেকে বেশি পছন্দ করেছে সাধারণ মানুষ। শতকরা প্রায় ২৯ শতাংশ। তারপরই মমতা বন্দ্যোপাধ্য়ায় রয়েছেন। তাঁকে ৭ শতাংশ মানুষ পছন্দ করেছেন। তারপর রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ও অখিলের যাদব। দুজনকেই ৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। 'মুড অফ দ্য নেশন' থেকে কার্যত পরিষ্কার, গত তিন চার বছরে INDIA জোটের নেতৃত্ব সম্পর্কে সাধারণ মানুষের ধারণার তেমন পরিবর্তন হয়নি। 

২০২৫ সালের অগাস্ট মাসেও যখন একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তখনও রাহুলই ছিলেন শীর্ষ পছন্দ। ২৮ শতাংশ মানুষ তাঁকে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করেছিলেন। রাহুলের পরে ছিলেন যথাক্রমে মমতা, অরবিন্দ এবং অখিলেশ। এবারের সমীক্ষাতেও সেই একই তথ্য সামনে উঠে এসেছে। 

তবে ২০২৩ সালের অগাস্টের তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে পরিসংখ্যানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই বছর ২৪ শতাংশ মানুষ রাহুলকে উপযুক্ত বলে মনে করেছিলেন, মমতা ও অরবিন্দকে ১৫ শতাংশ এবং অখিলেশকে ৫ শতাংশ। তবে এখন জনপ্রিয়তা বেড়েছে রাহুলের। মমতা, অরবিন্দদের এখন আর INDIA জোটের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করেন না অনেকেই। 

বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী কেমন পারফর্ম করেছেন? 

'মুড অফ দ্য নেশন' জরিপের সময় ২০২৬ সালের জানুয়ারিতে জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে কেমন পারফর্ম করেছেন। তার উত্তরও মিলেছে। 

(অগাস্ট মাস-২০২৫) 
 অসাধারণ – ২৮%, ভালো – ২২%, গড় – ১৬%, খারাপ – ১৫%, খুব খারাপ  – ১২% 
(জানুয়ারি ২০২৬) অসাধারণ – ২৪%, ভালো – ২০%, গড় – ১৮%, খারাপ – ১৭%, অত্যন্ত খারাপ – ১৪%। 

Advertisement

কংগ্রেস দলের নেতাদের মধ্যে কে সবচেয়ে উপযুক্ত? 

জরিপে কংগ্রেস নেতা হিসেবে রাহুল গান্ধীর পাশাপাশি নেত্রী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নামও উঠে আসছে। ২০২৩ সালের অগাস্টের তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে। অনেকে রাহুলের পরিবর্তে তাঁকেই বেশি যোগ্য বলে মনে করেন। 

POST A COMMENT
Advertisement