Passport Colour Significance: নীল, সাদা, মেরুন, কমলা, কোন রঙের পাসপোর্টের কাজ কী? অনেকেই জানেন না

বিদেশ যেতে পাসপোর্ট লাগে, সে কথা সবাই জানেন। কিন্তু পাসপোর্ট যে বিভিন্ন রঙের হয়, তা জানতেন? ভারতে চারটি রঙের পাসপোর্ট জারি করে বিদেশ মন্ত্রক। সেগুলি হল নীল, সাদা, লাল(মেরুন) এবং কমলা। কিন্তু সেই একই পাসপোর্টের আলাদা আলাদা রঙ কেন?

Advertisement
নীল, সাদা, মেরুন, কমলা, কোন রঙের পাসপোর্টের কাজ কী? অনেকেই জানেন নাকাদের কোন রঙের পাসপোর্ট দেওয়া হয় জেনে নিন।
হাইলাইটস
  • বিদেশ যেতে পাসপোর্ট লাগে, সে কথা সবাই জানেন।
  • পাসপোর্ট যে বিভিন্ন রঙের হয়, তা জানতেন?
  • ভারতে চারটি রঙের পাসপোর্ট জারি করে বিদেশ মন্ত্রক।

বিদেশ যেতে পাসপোর্ট লাগে, সে কথা সবাই জানেন। কিন্তু পাসপোর্ট যে বিভিন্ন রঙের হয়, তা জানতেন? ভারতে চারটি রঙের পাসপোর্ট জারি করে বিদেশ মন্ত্রক। সেগুলি হল নীল, সাদা, লাল(মেরুন) এবং কমলা। কিন্তু সেই একই পাসপোর্টের আলাদা আলাদা রঙ কেন? সেই বিষয়েই জানতে পারবেন bangla.aajtak.in এর এই প্রতিবেদনে। তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন, আর জেনে নিন এই পাসপোর্টের 'কালার কোডিং' এর রহস্যটা কী।

বিশেষজ্ঞরা বলছেন, এই রঙ আসলে ইমিগ্রেশন অফিসারদের সুবিধার্থেই দেওয়া। এক নজরে পাসপোর্ট দেখেই যাত্রীর পরিচয় এবং বিদেশযাত্রা কারণ বুঝতেই এই পন্থা ব্যবহার করা হয়। এই রীতি কিন্তু নতুন কিছু নয়।

১৯৬৭ সালের পাসপোর্ট আইনের অধীনেই এই কালার কোডিং ব্যবস্থা চালু হ। সময়ের সঙ্গে অবশ্য এতে বেশ কিছু বড়সড় পরিবর্তন করা হয়েছে। ইদানিং তো ই পাসপোর্টও চালু করেছে বিদেশমন্ত্রক। এই ধরনের পাসপোর্টে আবার একটি বায়োমেট্রিক চিপ থাকে। এই ধরনের ই পাসপোর্ট অনেক নিরাপদ তো বটেই, পাশাপাশি এতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাজও অনেক সহজ হয়ে যায়।

নীল পাসপোর্ট কাদের জন্য?
নীল পাসপোর্টই সবচেয়ে কমন। বেশিরভাগ ভারতীয়দের কাছেই এই পাসপোর্ট থাকে। ব্যক্তিগত ভ্রমণ, পড়াশোনা, ব্যবসা বা পর্যটনের ক্ষেত্রে এই পাসপোর্ট ইস্যু করা হয়। এখন ই পাসপোর্ট হিসেবেও পাওয়া যায়। এতেই সেই বায়োমেট্রিক চিপ এমবেড করা থাকে। 

ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড বা প্যান কার্ড), অ্যাড্রেস প্রুফ (যেমন বিদ্যুতের বিল বা বাড়িভাড়ার চুক্তি) এবং নাগরিকত্বের প্রমাণপত্র দিয়ে এই পাসপোর্টের আবেদন করতে হয়।

সাদা পাসপোর্ট কারা ব্যবহার করেন?
মূলত সরকারি আধিকারিকরাই এই সাদা পাসপোর্ট ব্যবহার করেন। অসামরিক কর্মী এবং সামরিক বাহিনীর আধিকারিকদেরও সাদা পাসপোর্ট দেওয়া হয়। অফিসিয়াল কাজের জন্য বিদেশ ভ্রমণে এটাই দেখাতে হয়। এই সাদা পাসপোর্ট থাকলে ইমিগ্রেশন কাউন্টারে কিছু স্পেশাল সুবিধাও পাওয়া যায়।

এই ধরনের পাসপোর্টের জন্য সরকারি ডিপার্টমেন্ট থেকেই ব্যবস্থা নিতে হয়। সরকারী ফরোয়ার্ডিং লেটার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অনুমোদন দেখাতে হয়।

Advertisement

লাল (মেরুন) পাসপোর্ট
লাল বা মেরুন রঙের পাসপোর্টকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয়। বুঝতেই পারছেন, কূটনীতিবিদ, অতি উচ্চপদের সরকারি আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের এই পাসপোর্ট দেওয়া হয়। এই পাসপোর্টের মাধ্যমে অনেক দেশে ভিসা ফ্রি বা ফাস্ট ভিসার সুবিধাও পাওয়া যায়। মূূলত ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস এর অফিসাররা এই পাসপোর্ট ব্যবহার করেন। 

কমলা পাসপোর্ট 
ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড (ECR) স্ট্যাটাস আছে, এমন ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এই কমলা পাসপোর্ট ইস্যু করা হয়। সাধারণত অতি কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা কর্মসূত্রে নির্দিষ্ট কিছু দেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে, এই পাসপোর্ট ইস্যু হয়। কমলা রঙের পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণের আগে বাড়তি ইমিগ্রেশন চেকিং হয়। 

তাহলে দেখলেন তো? পাসপোর্টেরও চারটি আলাদা আলাদা রঙ হয়। নতুন কিছু শিখে থাকলে অবশ্যই কমেন্টে জানান। আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন bangla.aajtak.in এর এই প্রতিবেদন।

POST A COMMENT
Advertisement