ধর্ষণ রোধে কড়া আইন আনা হয়েছে। কিন্তু তারপরেও যে ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা রোখা যাচ্ছে না, তা আরও একবার প্রকাশ্যে এল। ধর্ষণের পর এক মহিলার গোপনাঙ্গে ব্লেড, পাথর ঢোকানোর অভিযোগ উঠল মুম্বইয়ে। গ্রেফতার করা হয়েছে এক অটোচালককে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, ২০ বছরের এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই অটোচালকের বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের পর মহিলার গোপনাঙ্গে ব্লেড, পাথর ঢোকানো হয়েছে। গত মঙ্গলবার রাতে গোরেগাঁওয়ে রাম মন্দির রেল স্টেশনের কাছ থেকে মহিলাকে উদ্ধার করা হয়। ট্রেনে করে মুম্বই যাচ্ছিলেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, ভাসাই সৈকত এলাকায় মহিলাকে ধর্ষণ করা হয়। রেল স্টেশন যাওয়ার পথে এই ঘটনা ঘটে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর গোপনাঙ্গ থেকে সার্জিক্যাল ব্লেড, পাথর বার করা হয়েছে। মহিলা সেরে উঠছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
মহিলার অভিযোগের ভিত্তিতে ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।