মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের সামনে শুক্রবার আত্মহত্যার চেষ্টা করেন নয়ডার এক মহিলা। তিনি হরিয়ানার লোকগায়ক উত্তর কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই চরম পদক্ষেপ নেন। সৌভাগ্যবশত, সেখানে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁকে থামিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলাকে গৌতমপল্লী থানার হেফাজতে নেওয়া হয়। এবং পরে গাজিয়াবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কারণ গাজিয়াবাদের শালিমার গার্ডেন থানাতেই গত ২৪ জুন উত্তর কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
মহিলার অভিযোগ, হাইকোর্টের নির্দেশে প্রায় ২৫ দিন বিলম্বে মামলাটি নথিভুক্ত হলেও তারপর থেকে তদন্তে কোনও অগ্রগতি হয়নি। তিনি দাবি করেছেন, অভিযুক্তের অবস্থান সম্পর্কে একাধিকবার তথ্য দিলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এই হতাশা থেকেই তিনি লখনউ এসে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই মহিলা সতর্ক করেছিলেন যে যদি কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়, তবে তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের তৎপরতায় একটি মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই মহিলাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হচ্ছে।
এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে সংবেদনশীল মামলা পরিচালনায় পুলিশের গাফিলতি। এ বিষয়ে এখনও পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।