Death From Sex: হোটেল রুমে সেক্স চলাকালীন রক্তপাত, মৃত তরুণী, গ্রেফতার বয়ফ্রেন্ড

Death From Intercourse: যৌন সম্পর্কের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ২৩ বছরের যুবতীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে গুজরাটের নাভসারি জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী একজন নার্সিং গ্র্যাজুয়েট। প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক চলাকালীন, হঠাৎ করে তাঁর গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে।  কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন।

Advertisement
হোটেল রুমে সেক্স চলাকালীন রক্তপাত, মৃত তরুণী, গ্রেফতার বয়ফ্রেন্ডযৌন সম্পর্কের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ২৩ বছরের যুবতীর মৃত্যু।
হাইলাইটস
  • যৌন সম্পর্কের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ২৩ বছরের যুবতীর মৃত্যু।
  • ঘটনাটি ঘটেছে গুজরাটের নাভসারি জেলায়। 
  • পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে।

Death From Intercourse: যৌন সম্পর্কের সময় অতিরিক্ত রক্তক্ষরণে ২৩ বছরের যুবতীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে গুজরাটের নাভসারি জেলায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী একজন নার্সিং গ্র্যাজুয়েট। প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক চলাকালীন, হঠাৎ করে তাঁর গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে।  কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন।

অভিযোগ, এর পরেও তাঁর প্রেমিক দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেননি। যতক্ষণে বুঝতে পারলেন যে হাসপাতালে যাওয়া প্রয়োজন, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। অনেক পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে, যৌন সম্পর্কের সময় গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে। এর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সেই কারণেই ওই যুবতীর মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে এমার্জেন্সি পরিস্থিতিতে অবহেলার অভিযোগ উঠেছে।

জেলার পুলিশ সুপার সুশীল আগরওয়াল জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) এর ১০৫ ধারায় (হত্যার সমতুল্য অপরাধ) এবং ২৩৮ ধারায় (প্রমাণ মুছে ফেলা) মামলা দায়ের করা হয়েছে।

এই বিষয়ে আরও তদন্ত চলছে।

যৌন মিলনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু: প্রতিরোধের উপায়

যৌন মিলনের সময় মহিলাদের রক্তক্ষরণ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে কখনও কখনও এটি গুরুতর আকার নিতে পারে। বিশেষত গুরুতর আঘাত, প্রজনন অঙ্গের সংক্রমণ বা অতিরিক্ত চাপের কারণে রক্তক্ষরণ হতে পারে। যেকোনও ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই বিষয়ে কোনও লজ্জা-দ্বিধার অবকাশ নেই।

যৌনতার সময় সাবধানতা

১. সঠিক যৌন আচরণ বজায় রাখা: যৌন মিলনের সময় সঠিক পদ্ধতি মেনে চলা এবং শারীরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা প্রয়োজন।
২. লুব্রিকেশন ব্যবহার: যৌন মিলনের সময় লুব্রিকেন্ট ব্যবহার করলে আঘাতের সম্ভাবনা কমে।
৩. শরীরের সিগন্যাল বোঝা: যদি কোনও ব্যথা বা অস্বস্তি হয়, তবে অবিলম্বে থেমে যাওয়া জরুরি। জ্বালা, যন্ত্রণা অতিরিক্ত হওয়াটা কখনই স্বাভাবিক লক্ষণ নয়। 
৪. নিয়মিত চিকিৎসা: প্রজনন অঙ্গের সুস্থতা নিয়মিত চেকআপের মাধ্যমে নিশ্চিত করা উচিত।

যৌন সম্পর্কের সময় যদি কোনও আঘাত বা গুরুতর রক্তক্ষরণ হয়, তাহলে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। 

Advertisement

POST A COMMENT
Advertisement