সমকামী বান্ধবীর সঙ্গে মিলে ৫ মাসের শিশু সন্তানকে খুন যুবতীর, শিউরে ওঠার মতো কাণ্ড

৫ মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে স্ত্রী ও সমকামী সঙ্গী। চাঞ্চল্যকর অভিযোগ এক যুবকের। ঘটনা তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার কেলামঙ্গলম এলাকার। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
সমকামী বান্ধবীর সঙ্গে মিলে ৫ মাসের শিশু সন্তানকে খুন যুবতীর, শিউরে ওঠার মতো কাণ্ড Tamilnadu Murder
হাইলাইটস
  • ৫ মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে স্ত্রী ও সমকামী সঙ্গী
  • অভিযোগ স্বামীর

৫ মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে স্ত্রী ও সমকামী সঙ্গী। চাঞ্চল্যকর অভিযোগ এক যুবকের। ঘটনা তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার কেলামঙ্গলম এলাকার। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ২ যুবতীকে। 

চিন্নাত্তি গ্রামের বাসিন্দা সুরেশ পেশায় একজন দিনমজুর। কয়েক বছর আগে ভারতীর সঙ্গে বিয়ে হয় তাঁর। দম্পতির দুই মেয়ে। একজনের বয়স ৫ ও অন্যজনের ৪। মাস পাঁচেক আগে এক পুত্র সন্তানের জন্ম দেয় ভারতী। 

ঘটনা গত ৫ নভেম্বরের। সেদিন ভারতী সুরেশকে জানায়, তাদের ৫ মাস বয়সী সেই শিশু অজ্ঞান হয়ে গেছে। তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়। 

তবে এই মৃত্যু স্বাভাবিক নয় বলে সন্দেহ প্রকাশ করেন সুরেশ। ঘটনার কয়েকদিন পর তিনি দাবি করেন, ভারতীর সুমিত্রা নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের পথে কাঁটা হয়ে এসেছিস শিশু সন্তান। তাই তারা তাকে খুন করে। নিজের বক্তব্যের স্বপক্ষে ভারতীর মোবাইলের চ্যাট, ছবিও সামনে আনেন তিনি। তারপর সেই সব তথ্য নিয়ে পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন।

তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, গত তিন বছর ধরে ভারতীর সঙ্গে সম্পর্কে রয়েছে সুমিত্রা নামের এক যুবতী। কিন্তু ভারতীর সন্তান হওয়ার পর সে আর আগের মতো দেখা সাক্ষাৎ করতে পারত না। তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। তা নিয়ে দুজনের অশান্তি শুরু হয়। এরপরই সন্তানকে খুন করে ভারতী। 

ঘটনায় সুরেশ একটি কল রেকর্ডও সামনে এনেছে। তাঁর দাবি, সেখানে শোনা গেছে, ভারতী নিজের সন্তানকে খুনের কথা স্বীকার করে নিয়েছ। তবে পুলিশ জানিয়েছে, সুমিত্রা ও ভারতী দুজনকেই গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। 

এক তদন্তকারী জানিয়েছেন, সুমিত্রার সঙ্গে থাকার জন্য এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে ভারতী। শিশুটিকে তড়িঘড়ি করে কেন দাহ করা হল সেটাও খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের ফোন খতিয়ে দেখা হচ্ছে। হতে পারে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরেশের সমস্ত অভিযোগ খতিয়ে দেখ হবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement